অনলাইনে মুক্তি পেল ‘জন্মভূমি’

fec-image

বেঙ্গল মাল্টিমিডিয়ার চলচ্চিত্র ‘জন্মভূমি’। সিনেমাটির গল্প বাংলাদেশের কক্সবাজার জেলার কুতুপালংয়ে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বিতাড়িত রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে।

মিয়ানমার সরকার ২০১৭ সালের আগস্টে রোহিঙ্গাদের ওপর ব্যাপক হত্যাকাণ্ড চালালে জীবন বাঁচানোর জন্য প্রায় ১১ লাখ শরণার্থী নিজেদের জন্মভূমি ছেড়ে বাংলাদেশে প্রবেশ করে।

চলচ্চিত্রটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ২০১৮ সালের ১৪ ডিসেম্বর। এরই মধ্যে বেশ কিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে। এবারই প্রথম ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেল বহুল আলোচিত চলচ্চিত্রটি। আরটিভির ভিডিও অন ডিমান্ড (ভিওডি) প্লাটফর্ম ‘আরটিভি প্লাস’ (Rtvplus.tv) নিয়ে এসেছে আরটিভি, সেখানেই দর্শক চলচ্চিত্রটি উপভোগ করতে পারবেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

‘জন্মভূমি’ ২৪তম মিলান চলচ্চিত্র উৎসব, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও ভারতের কলকাতায় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব, টরোন্টোর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়া (আইএফএফএসএ), ২০তম রেইনবো চলচ্চিত্র উৎসবসহ বেশ কিছু ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শন হয়।

২০১৮ সালে ইউএন হেড কোয়ার্টারে বাংলাদেশ অ্যাম্বাসির আয়োজনে ‘জন্মভূমি’ চলচ্চিত্র প্রদর্শিত হয়, এ ছাড়া ইউকের হাউস অব কমেন্সে পার্লামেন্ট মেম্বারদের উপস্থিতিতে প্রদর্শিত হয় ‘জন্মভূমি’।

ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান, সায়রা আক্তার জাহান, সংগীতা চৌধুরী, অঙ্কন চাকমা, জয়নাল জ্যাক, পামেলা কেচার, নাসির উদ্দিনসহ অনেকে। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন প্রসূন রহমান আর নির্বাহী প্রযোজক সৈয়দ আশিক রহমান।

দর্শকের চাহিদার কথা মাথায় রেখে ভিডিও অন ডিমান্ড (ভিওডি) প্লাটফর্ম ‘আরটিভি প্লাস’ নিয়ে এসেছে আরটিভি। চার ধরনের সাবস্ক্রিপশন ক্যাটাগরিতে আরটিভি প্লাসে দেখা যাবে নাটক, সিনেমা, গান, টকশোসহ নানা অনুষ্ঠান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: মিয়ানমার, রোহিঙ্গা শরণার্থী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন