অপহরনের ১৪ দিন পর মুক্তি পেলো দীঘিনালার হেডম্যান সূর্য্য বিজয়

 Follow Up

মোঃ আল আমিন, দীঘিনালা :

অপহরণের ১৪ দিন পর অবশেষে মুক্তি পেয়েছেন খাগড়াছড়ির দীঘিনালার পাঁচ নম্বর বাবুছড়া ইউনিয়নের ৩৫ নম্বর ডলুছড়ি মৌজা প্রধান হেডম্যান সূর্য্য বিজয় চাকমা(৪৫)। শুক্রবার রাতে তাঁকে দীঘিনালা ইউনিয়নের অজ্ঞাত এলাকা থেকে মুক্তি দেয়া হয়।

বাবুছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুগত প্রিয় চাকমা হেডম্যান মুক্তি পাওয়ার বিষয়টি  পার্বত্য নিউজকে নিশ্চিত করে জানান, ৬ ডিসেম্বর বাবুছড়া নতুন বাজার এলাকা থেকে ৩৫ নম্বর ডলুছড়ি মৌজার হেডম্যান সূর্য্য বিজয় চাকমাকে অপহরণ করার পর শুক্রবার রাতে দীঘিনালা ইউনিয়ন থেকে মুক্তি দেয়া হয়েছে। তবে মুক্তিপণের বিনিময়ে নাকি সমঝোতায় মুক্তি পেয়েছেন সেটা কেউ বলতে পারেননি। কোন পক্ষ বা কারা হেডম্যানকে অপহরণ করেছে সেই সম্পর্কেও মুখ খুলছেনা অপহৃতর স্বজনরা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন