দীঘিনালায় বৈসু উৎসব ঘিরে বর্ণাঢ্য র‌্যালি

fec-image

“বাঁচাই প্রকৃতি বাঁচাই নদী, বাঁচবে প্রাণ বাঁচবে পৃথিবী” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহত্তর নয় মাইল ত্রিপুরা পাড়া বৈসু উদযাপন কমিটির উদ্যোগে ‘মা গঙ্গার উদ্দেশ্যে ফুল অঞ্জলি, বুননকৃত ছোট কাপড় ভাসিয়ে ছড়ায় সচেতনতামূলক রেলির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নয় মাইল বৈসু উদযাপন কমিটির আহবায়ক ভুবনমোহন ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন খাগড়াছড়ি স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি সাধন কুমার চাকমা।

অনুষ্ঠানে নয় মাইল ত্রিপুরা পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপু ত্রিপুরার সঞ্চালনায় বক্তব্য রাখেন, পরিবেশকর্মী ড. হরিপূ্র্ন ত্রিপুরা, বৃহত্তর নয় মাইল ত্রিপুরা পাড়া বৈসু উদযাপন কমিটি উপদেষ্টা সূর্যব্রত ত্রিপুরা, য়াকবাকসা যুব সংঘের সভাপতি রাতুল ত্রিপুরা, সভাপতি প্রমুখ।

অনুষ্ঠানে আমন্ত্রিত উদ্বোধক মাচাং সাধন কুমার চাকমা মহোদয়কে উত্তরীয় দিয়ে বরণ করে নেন আহ্বায়ক মাচাং ভুবন মোহন ত্রিপুরা।

এরপরই উপস্থিত তরুণ-তরুণী সকলে মিলে মা গঙ্গাকে প্রণাম জানিয়ে ফুল দিয়ে অঞ্জলি প্রদান করে। পরে সকলে ছড়ার উপর দিয়ে হেঁটে- “ছড়া বাচাঁই, ঝিরি বাঁচাই, বাঁচবে প্রকৃতি, বাঁচবে পৃথিবী” স্লোগান দিয়ে রেলি করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন