অবশেষে রাজ্জাককে ফেরত দিল মায়ানমার

1_8_2

স্টাফ রিপোর্টার:
অবশেষে দীর্ঘ পতাকা বৈঠকের পর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অপহৃত নায়েক আবদুর রাজ্জাককে হস্তান্তর করেছে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)।

বৃহস্পতিবার মিয়ানমারের মংডুতে বিজিবির ছয় সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বিজিপির ১০ সদস্যের প্রতিনিধিদলের ওই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে টেকনাফ ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ নেতৃত্ব দেন।

বৈঠক শেষে বেলা দু’টার পর রাজ্জাককে বিজিবির কাছে হস্তান্তর করা হয় বলে একটি বিশেষ সূত্র সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছে।

অপরদিকে আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় ঢাকায় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ এ বিষয়ে বিস্তারিত জানাবেন বলে বাহিনীর এক ক্ষুদে বার্তায় বলা হয়েছে।

মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) আট দিন আগে রাজ্জাককে অপহরণ করেছিল।

সপ্তাহজুড়ে কালক্ষেপণের পর বিজিবির অপহৃত সদস্যকে হস্তান্তর করলো বিজিপি। এর আগে মিয়ানমার অভিযোগ করেছিল, আবদুর রাজ্জাক তাদের জলসীমায় অনুপ্রবেশ করেছেন। এ ছাড়া রাজ্জাককে অপহরণের পর তাঁর হাতকড়া পরানো ছবি বিজিপির ফেসবুক পেজে প্রচার করে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এ ধরনের ছবি প্রচারের তীব্র নিন্দা জানায় বাংলাদেশ। বিজিবির অপহৃত সদস্যকে বাংলাদেশ দ্রুত মুক্তি দেওয়ারও দাবি জানায়।

১৭ জুন ভোরে বিজিবির ছয় সদস্যের একটি দল নায়েক রাজ্জাকের নেতৃত্বে নাফ নদীতে টহল দিচ্ছিল। তাঁরা বাংলাদেশের জলসীমায় মাদক চোরাচালান সন্দেহে দুটি নৌকায় তল্লাশি করছিলেন। এ সময় মিয়ানমারের রইগ্যাদং ক্যাম্পের বিজিপির সদস্যরা একটি ট্রলারে করে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে। একপর্যায়ে বিজিপির সদস্যদের বহনকারী ট্রলারটি বিজিবির টহল নৌযানের কাছে এসে থামে। বিজিপির ট্রলারটিকে বাংলাদেশের জলসীমা ছেড়ে যেতে বলা হলে তারা নায়েক রাজ্জাককে জোর করে ট্রলারে তুলে নেয়। বিজিবির অন্য সদস্যরা এতে বাধা দিলে দুই পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। এতে সিপাহি বিপ্লব কুমার গুলিবিদ্ধ হন। পরে বিজিপির ট্রলারটি রাজ্জাককে নিয়ে মিয়ানমারের দিকে চলে যায়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন