রামগড় স্থল বন্দর নির্মিত হলে দু’দেশের অর্থনৈতিক চিত্র পাল্টে যাবে: নৌ পরিবহন মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, প্রস্তাবিত খাগড়াছড়ির রামগড় স্থল বন্দর নির্মিত হলে বাংলাদেশ-ভারত দুই দেশের অর্থনৈতিক অবস্থার চিত্র পাল্টে যাবে। সীমান্ত নদী ফেণীর উপর  নির্মাণাধীন মৈত্রী সেতুর কাজ শেষ হলে স্থল বন্দরের কাঠামোগত উন্নয়ন কাজ শুরু হবে।

তিনি শনিবার(২১ এপ্রিল) সকালে নির্মাণাধীন খাগড়াছড়ির রামগড় স্থলবন্দরে ভারত-বাংলাদেশ মৈত্রী সেতুর নির্মাণ কাজ পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।  ফেণী নদীর উপর মৈত্রী সেতু ভারতের অর্থায়নে নির্মাণাধীন সেতুর কাজ শেষ হলে বাংলাদেশ অংশে সংযোগ সড়ক ও অন্যান্য কাজ শুরু হবে বলেও জানান তিনি। পরে তিনি স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন।

এ সময়  ভারত প্রত্যাগত শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান(প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। এসময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী ও খাগড়াছড়ির জেলা প্রশাসকসহ প্রশাসনিক উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন