অস্ট্রেলিয়াকে হারিয়েও বাংলাদেশের পেছনে ভারত

fec-image

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রত্যাশিত জয়ই পেয়েছে স্বাগতিক ভারত। তবে এই জয়ের পরও বিশ্বকাপের পয়েন্ট টেবিলে বাংলাদেশকে টপকাতে পারেনি রোহিত শর্মার দলের। কারণ জয় পেলেও খুব বেশি রানরেট বাড়েনি ভারতের। ০.৮৮৩ রানরেট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচে আছে তারা। চারে আছে বাংলাদেশ। আফগানিস্তানের সঙ্গে স্বস্তির জয়ের পর তিনে উঠে এলেও লঙ্কানদের সঙ্গে দক্ষিণ আফ্রিকার জয়ের সুবাদে টাইগারদের নামতে হয়েছে চতুর্থ স্থানে।

আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটের জয়ে দুই পয়েন্টের পাশাপাশি বাংলাদেশ রানরেটেও ভালো অবস্থানে আছে। টাইগারদের বর্তমান রানরেট ১.৪৩৮। ইংল্যান্ডকে হারাতে পারলে তাদের অবস্থান আরও বেশি শক্ত হবে।

প্রথম রাউন্ড শেষে পয়েন্ট টেবিলে শীর্ষে আছে নিউজিল্যান্ড। তাদের রানরেট ২.১৪৯। আর নেদারল্যান্ডসের বিপক্ষে বড় জয়ে এই ব্যবধান আরও খানিকটা বাড়িয়ে নেওয়ার চেষ্টায় আছে কিউইরা। দুইয়ে আছে দক্ষিণ আফ্রিকা। তাদের রানরেট ২.০৪০। প্রোটিয়াদের পরের ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে। তিনে রয়েছে পাকিস্তান। নেদারল্যান্ডের বিপক্ষে জয়ে তাদের নেট রানরেট ১.৬২।

প্রথম রাউন্ডের ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের তলানিতে আছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। এর ঠিক ওপরেই আছে ১৯৯৬ এর বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। দুই দলেরই রানরেট ঋণাত্মক দুইয়ের ঘরে। শিরোপার দৌঁড়ে এগিয়ে যেতে হলে পরের ম্যাচে শুধু জয় না, বড় ব্যবধানের জয় প্রত্যাশা করবে দুই দল।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ভারত
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন