আগামী ৫ বছরে খাগড়াছড়ির আম বিদেশেও রপ্তানী করা সম্ভব হবে

নিজস্ব প্রতিবেদক:

পাহাড়ি অঞ্চলে উন্নত প্রযুক্তির মাধ্যমে আমের উৎপাদন বৃদ্ধি শীর্ষক মাঠ দিবসে দেশের শীর্ষ কৃষি বিজ্ঞানিদের অভিমত, আগামী ৫বছরের মধ্যে তিন পার্বত্য জেলা দেশের ফল উৎপাদনের মডেল হিসেবে পরিণত হবে। সঠিক ব্যবস্থাপনা, পরিকল্পিতভাবে উদ্যোগ আর সরকারী সহযোগীতা ফেলে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও আম রপ্তানী করা সম্ভব হবে।

খাগড়াছড়ি রামগড় উপজেলার হাফছড়িতে জেলার আর্দশ আম চাষি সরোয়ার হোসেন বাগানে বুধবার অনুষ্ঠিত মাঠ দিবসে কৃষি বিজ্ঞানিরা এ মন্তব্য করেন।

রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষনা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকতা ড: জুলফিকার আলী ফিরোজ’র সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ কৃষি গবেষনা ফাউন্ডেশনের সাবেক মহা পরিচালক মোঃ আবদুল জলিল মোল্লা, খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষনা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ড: আব্দুর রউফ, রামগড় হর্টিকালচার সেন্টারের উদ্যান তত্ববিদ জামিলুর রহমান। এছাড়াও হাফছড়ি ইউপি চেয়ারম্যান উষে প্রু মারমাসহ সফল চাষীরা উপস্থিত ছিলেন।

মাঠ দিবসে কৃষকদের আম উৎপাদনে বিভিন্ন উন্নত কলা কৌশল, রোগ বালাই দমণ, আম সংগ্রহ, সংরক্ষণ ও বিপনন  ব্যবস্থাপনা সর্ম্পকে অবহিত করা হয়। অনুষ্ঠানে ফরমালিনমুক্ত পাহাড়ের আমের কোয়ালিটি ও সুনাম ধরে রাখতে কৃষকদের আরো যতœবান হওয়ার আহবান জানানো হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন