আজ অঘোষিত সেমিফাইনালে মুখোমুখি শ্রীলঙ্কা ও পাকিস্তান

fec-image

এশিয়া কাপে ফাইনাল নিশ্চিত করে ফেলেছে ভারত। অঘোষিত সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা ও পাকিস্তান। ফাইনালে উঠার লক্ষ্য নিয়ে সুপার ফোর পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামবে টুর্নামেন্টের দুই আয়োজক দেশ। এ ম্যাচের বিজয়ী দল ফাইনালে ভারতের প্রতিপক্ষ হবে। বৃষ্টিতে ম্যাচটি পরিত্যক্ত বা টাই হলে, রান রেটে এগিয়ে থাকার সুবাদে ফাইনালে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। লঙ্কানদের রান রেট-০.২০০ এবং পাকিস্তানের রান রেট-১.৮৯২। মূলত ভারতের কাছে ২২৮ রানের বিশাল ব্যবধানে পরাজয়ের কারণেই পাকিস্তানের রান রেট এতটা তলানীতে।

আজকের নকআউট ম্যাচটি সাড়ে ৩টায় কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

সুপার ফোরের দুই ম্যাচে জয়হীন বাংলাদেশ রয়েছে তালিকার একেবারে তলানিতে। শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে ভারতের। ভারতীয়রা ফাইনাল নিশ্চিত করায় এবং বাংলাদেশ আসর থেকে বিদায় নেওয়ায়, দুই দলের শেষ ম্যাচটি নিয়মরক্ষায় পরিণত হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: পাকিস্তান, শ্রীলঙ্কা, সেমিফাইনাল
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন