আজ মিয়ানমারে উদ্ধার আরও ১৫৫ বাংলাদেশী দেশে ফিরছে

বিজিবি-বিজিপি পতাকা বৈঠক
স্টাফ রিপোর্টার:
মিয়ানমার সমুদ্র উপকূলে ভাসমান অবস্থায় উদ্ধার অভিবাসীদের মধ্যে শনাক্ত আরও ১৫৫ বাংলাদেশি আজ বুধবার ফিরে আসছে। মিয়ানমার ইমিগ্রেশন বিভাগ বুধবার সকালে তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করবেন।

বিজিবি কক্সবাজার ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, বুধবার সকাল সাড়ে ১০ টায় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ঘুমধুম জিরো পয়েন্টে মিয়ানমারের অভ্যন্তরে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। পতাকা বৈঠক শেষে ১৫৫ অভিবাসীকে বিজিবির কাছে হস্তান্তর করবেন মিয়ানমার।

গত ২১ মে মিয়ানমার সমুদ্র উপকূলে ভাসমান অবস্থায় ২০৮ জন অভিবাসীকে উদ্ধার করে মিয়ানমার। এদের মধ্যে যাচাই-বাছাই শেষে বাংলাদেশী হিসেবে শনাক্ত ১৫০ জনকে ৮ জুন এবং ৩৭ জনকে ১৯ জুন ফেরত আনা হয়। এরপর, ২৯ মে মিয়ানমার আরও ৭২৭ জন অভিবাসী উদ্ধার করে। এদের অধিকাংশই বাংলাদেশি বলে তারা দাবি করছেন। যার মধ্য থেকে বুধবার ১৫৫ জনকে ফেরত আনা হচ্ছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment
আরও পড়ুন