আদর্শহীন সংগঠন জাতির স্বার্থ রক্ষা করতে পারবে না: মাটিরাঙ্গায় ছাত্রলীগের সম্মেলনে বক্তারা

10.08

সিনিয়র স্টাফ রিপোর্টার :

জাতীয় জীবনে বাঙালীর প্রতিটি অর্জনের সাথেই ছাত্রলীগের ইতিহাস জড়িয়ে আছে উল্লেখ করে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো: শামছুল হক বলেন, তাই ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কিছু থেকে বিরত থাকা সহ ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে সতর্ক থাকতে হবে। ‘শিক্ষা-শান্তি-প্রগতি’ ছাত্রলীগের এ তিন মূলনীতির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ছাত্রলীগ যেন কখনোই আদর্শচ্যুত না হয়। কারণ আদর্শহীন সংগঠন জাতির স্বার্থ রক্ষা করতে পারবে না।

তিনি সোমবার বেলা ১১টার দিকে মাটিরাঙ্গা কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত মাটিরাঙ্গা কলেজ ছাত্রলীগের সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা ও দেশরত্ন শেখ হাসিনার রূপকল্প ২০৪১ বাস্তবায়নের অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা কলেজ ছাত্রলীগের সভাপতি মো: শাহীন আলম। মাটিরাঙ্গা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: সালাহ উদ্দিনের সঞ্চালনায় সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মো: কামরুল ইসলাম।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগ বিষয়ক স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো: ওয়ালী উল্যাহ, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, মাটিরাঙ্গা পৌর আওয়ামীলীগের সভাপতি এম এম জাহাঙ্গীর আলম, খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আলোক প্রদীপ ত্রিপুরা বিপন ও খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: জহির উদ্দিন ফিরোজ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক জুয়েল চাকমা। বর্ণাঢ্য এ সম্মেলনের উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের আহবায়ক মোহাম্মদ আলী।

সম্মেলনে অন্যান্যের মধ্যে মাটিরাঙ্গা উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মো: জহির উদ্দিন খন্দকার, মাটিরাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো: এমরান হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

যুদ্ধপরাধীদের সব ষড়যন্ত্র প্রতিহত করতে ছাত্রলীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ য়ে কাজ করার আহবান জানিয়ে বক্তারা বলেন, যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম বানচাল করতে দেশব্যাপী স্বাধীনতা বিরোধী জামায়াত-শিবির চক্র হামলা ও নৈরাজ্য সৃষ্টি করছে। ছাত্রলীগ নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে তা প্রতিরোধ করতে হবে। অন্যথায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান‘র স্বপ্ন সোনার বাংলা গড়ে তোলা যাবেনা।

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে দেশরত্ন শেখ হাসিনার রূপকল্প ২০৪১ বাস্তবায়নে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে ছাত্রলীগ নেতা-কর্মীকে অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করারও আহবান জানান বক্তারা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন