উখিয়ার জালিয়াপালং ইউনিয়ন যুবলীগের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা

Pic Ukhiya 02-09-2016 (2) copy

উখিয়া প্রতিনিধি:

বাংলাদেশ যুবলীগ উখিয়ার জালিয়াপালং ইউনিয়ন শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা শুক্রবার সোনার পাড়াস্থ জালিয়াপালং ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন আহ্বায়ক ফজলুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উখিয়া যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ। প্রধান বক্তা ছিলেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইমাম হোসেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি কফিল উদ্দিন চৌধুরী, মোহাম্মদ শাহজাহান ও সাংগঠনিক সম্পাদক কামাল হোছাইন দুর্জয়।

সভায় বক্তরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন মধ্যম আয়ের দেশ হিসাবে বিশ্বে পরিচিত লাভ করতে যাচ্ছে ঠিক দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা নসাৎ করতে বিএনপি-জামাত এক জোট হয়ে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। তারা আবারও ১৯৭৫ সালের ১৫ আগস্ট ও ২০০৪ সালের ২১ আগস্টের মত রক্তাক্ত ঘটনার মধ্য দিয়ে ক্ষমতায় আসার জন্য সন্ত্রাস, নাশকতা ও জঙ্গীবাদ কায়েম করতে চায়। বক্তরা জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবত হয়ে সকল নেতাকর্মীকে এগিয়ে এসে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।

পরিচিতি সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মাছুদ আমিন শাকিল, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ফরিদুল আলম, সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া, মোহাম্মদ আইয়ুব, রবিউল হাসান, ছৈয়দ উল্লাহ, আব্দুল মুবিন ও সালাহ উদ্দিন প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, উখিয়া যুবলীগের সদস্য রাহামত।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন