উখিয়ায় মাদক ব্যবসায় বাধা দেয়ায় পত্রিকার হকারসহ আহত ২

fec-image

উখিয়ায় মাদক ব্যবসায় বাধা দেয়ায় মাদক ব্যবসায়ীর হামলায় পত্রিকার হকার ফারুক ও তার স্ত্রী আহত হয়েছে।

মঙ্গলবার (১৮ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আমগাছ তলায় এই হামলার ঘটনাটি ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, আমগাছ তলা এলাকার মৃত রশিদ আহমদের ছেলে মো. ফিরোজের নেত্বতে রাতে দিনে চলে মাদকের আসর। সেই মাদকের করাল গ্রাসে এলাকার যুব সমাজ ধ্বংসের পথে। এলাকাবাসীরা প্রতিবাদ করলে হামলা মামলার ভয় দেখিয়ে চালিয়ে যাচ্ছে মাদক ব্যবসা।

তারই ধারাবাহিকতায় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কিছু মাদকসেবীরা ইয়াবা ফিরোজের বাড়িতে মাদকের আসর বসায়। এসময় স্থানীয় যুবক ও জাতীয়, স্থানীয় পত্রিকার হকার ফারুক আহমেদ মাদকের আসর, মাদক বিক্রি না করার জন্য নিষেধ করলে ইয়াবা ফিরোজ ফারুকের উপর ক্ষিপ্ত হয়ে হামলা চালালে গুরুতর আহত হয়।

এসময় স্বামীকে বাঁচাতে গেলে তার স্ত্রী রিজিয়া বেগমের উপরও হামলা চালায়। তাদের আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আহতাবস্থায় তাদের উদ্ধার করে উখিয়া হাসপাতালে ভর্তি করে। প্রাথমিকভাবে চিকিৎসা নিয়ে রাত সাড়ে ৯টার দিকে হকার ফারুকের স্ত্রী রিজিয়া বেগম মো. ফিরোজকে প্রধান আসামি করে ৩ জনের বিরুদ্ধে উখিয়া থানায় একটি অভিযোগ দায়ের করে।

আহত ফারুক আহমেদ জানান, এলাকায় শান্ত পরিবেশকে অশান্ত করতে ফিরোজ রাতদিন ইয়াবাসহ বিভিন্ন মাদক বিক্রি করে। ঘটনার দিন ফিরোজ সন্ধ্যার দিকে তার বাড়িতে মাদকসেবীদের নিয়ে মাদকের আসর বসালে আমি প্রতিবাদ করি। এসময় ফিরোজ ক্ষিপ্ত হয়ে আমার উপর হামলা চালায়। এসময় আমার স্ত্রী আমাকে বাঁচাতে গেলে তাকেও মারধর করে আহত করে।

এব্যাপারে জানতে চাইলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহাম্মদ সনজুর মোরশেদ জানান, অভিযোগটি আমার হাতে এখনো আসেনি, যদি অভিযোগটি হাতে আসে তদন্ত পূর্বক আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন