উখিয়ায় র‌্যাবের হাতে দুই ভূয়া র‌্যাব আটক

fec-image

কক্সবাজারের উখিয়ার উপজেলার রাজাপালং ইউনিয়নের হাজেমপাড়া এলাকায় বিভিন্ন দোকানে কতিপয় ব্যক্তি র‌্যাব পরিচয় দিয়ে চাঁদাবাজী করার সময় দুইজনকে আটক করেছে র‌্যাব-১৫।

গতকাল সোমবার (০৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে তাদেরকে আটক করে র‌্যাব-১৫এর সদস্যরা। এরা হলেন, বান্দরবানের লামা উপজেলার রূপসীপাড়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মো. ফয়েজ উদ্দিন (১৯), নরসিংদীর মাধবদী উপজেলার কান্দাপাড়া এলাকার মো. আব্দুল জলিলের ছেলে মো. আল আমিন (৩৩)। এসময় সুমন মুন্সি (৩০) নামের আরো একজন পালিয়ে যায়, সে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাজপাট এলাকার আকবর আলী মুন্সির ছেলে।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন এর সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি দল উক্ত স্থানে অভিযান চালিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় দুইজনকে (ভূয়া র‌্যাব সদস্য) আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সত্যতা স্বীকার করে জানায়, তাদের ভাড়াবাসায় চাঁদাবাজিতে ব্যবহৃত র‌্যাব জ্যাকেট, র‌্যাবের পরিচয় দিয়ে বিভিন্ন মানুষের নিকট হতে আদায়কৃত অর্থ ও অন্যান্য জিনিসপত্র রয়েছে।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীসহ ভাড়া বাসায় তল্লাশী করে ২টি ভুয়া র‌্যাব জ্যাকেট, ১টি পিস্তলের কভার, ১টি রিভলবার সদৃশ লাইটার, ১টি স্টিলের ছোরা এবং তাদের দেহ তল্লাশী করে বিভিন্ন দোকান থেকে চাঁদাবাজিকৃত ২১শত টাকা ও ২টি মোবাইল উদ্ধার করা হয়।

আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছেন বলে র‌্যাবের এই কর্মকর্তা জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন