কক্সবাজারে বাংলা বর্ষবরণ

DSC01489 copy

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার:

বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে সৈকত নগরী কক্সবাজারে অনুষ্ঠিত হলো বাঙ্গালীর চিরায়ত সংস্কৃতির অসাম্প্রদায়িক ও সার্বজনীন উৎসব বর্ষবরণের অনুষ্ঠানমালা।

শুক্রবার ভোরে সূর্যোদয়ের সাথে সাথেই কক্সবাজার সমুদ্র সৈকত সংলগ্ন কবিতা চত্তরে শতায়ু পরিষদ ও পাবলিক লাইব্রেরি ও ইনন্সটিটিউটের শহীদ দৌলত ময়দানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের শিল্পীরা পরিবেশন করেন বাংলা নববর্ষকে বরণের সংগীত। চলে সাংস্কৃতিক অনুষ্ঠানমালা। শতায়ু পরিষদের আয়োজন উদ্বোধন করেন, কক্সবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী।

এরপর সকাল সাড়ে ৮টার দিকে জেলা প্রশাসন ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের যৌথ আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ দৌলত ময়দানে এসে শেষ হয়। র‌্যালিটিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সংগঠণ অংশ নেন। ওখানে আবারও সাংস্কৃতিক অনুষ্ঠান করে বিভিন্ন সংগঠণ। আর পুরো অনুষ্ঠান সমুহে একদল বিদেশী পর্যটক অংশ নেন।

এছাড়া কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন পান্তা ভাত ও মোরগ লড়ায়ের আয়োজন করে । একই সঙ্গে বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠানের রয়েছে নানা আয়োজনও।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন