কক্সবাজারে ১৪ লাখ ইয়াবা উদ্ধারের মামলায় ৫ আসামির বিরুদ্ধে চার্জ গঠন

fec-image

কক্সবাজারে এযাবতকালের সর্ববৃহৎ চালান ১৪ লাখ ইয়াবা এবং ১ কোটি ৭০ লাখ ৬৮ হাজার ৫০০ টাকা উদ্ধারের মামলায় ৫ আসামির বিরুদ্ধে আদালতে চার্জ গঠন হয়েছে।

আসামিরা হলেন, কক্সবাজার পৌরসভার উত্তর নুনিয়ারছড়ার নজরুল ইসলামের ছেলে জহিরুল ইসলাম প্রকাশ ফারুক (৩৪), ফারুকের শ্বশুর আবুল কালাম (৪৮), শ্যালক শেখ আবদুল্লাহ (১৯) ও একই এলাকার মোজ্জাফরের ছেলে নুরুল আমিন বাবু (৪০)।

রবিবার (২২ জানুয়ারি) কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে চার্জ গঠনকালে চার আসামি হাজির ছিলেন। মামলার আরেক আসামি পলাতক রয়েছেন।

বহুল আলোচিত ইয়াবার মামলায় আসামিদের বিরুদ্ধে চার্জ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে।

একইসাথে আগামী ৫-৭ ফেব্রুয়ারি মামলাটির সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য্য করা হয়েছে।

জেলা জজ আদালতের নাজির বেদারুল আলম এসব তথ্য জানিয়েছেন।

পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম চার্জ গঠনের সময় আদালতকে সহায়তা করেন।

২০২১ সালের ৯ ফেব্রুয়ারি কক্সবাজার সদরের চৌফলদন্ডী ঘাট থেকে সমুদ্রপথে পাচার হয়ে আসা সাতটি বস্তায় ১৪ লাখ ইয়াবা উদ্ধার করেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা।

এ ঘটনায় পরেরদিন সদর মডেল থানায় মামলা করেন ডিবির ওসি ইন্সপেক্টর শেখ মোহাম্মদ আলী।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আসামি, ইয়াবা মামলা, কক্সবাজার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন