কক্সবাজারে ৫ দালাল আটক, ৪ মালয়েশিয়াগামি উদ্ধার

Coxs Malyshia Dalal copy
স্টাফ রিপোর্টার, কক্সবাজার:
কক্সবাজার সদর, উখিয়া ও টেকনাফে পৃথক অভিযান চালিয়ে সাগর পথে মালয়েশিয়ায় মানবপাচারে জড়িত ৫ দালালকে আটক করেছে পুলিশ।

বুধবার পৃথকভাবে পুলিশ এ অভিযান চালায়।

ভোরে কক্সবাজারের দরিয়ানগর এলাকায় কক্সবাজার সদর থানার পুলিশ অভিযান চালিয়ে ২ দালালকে আটক করা হয়। এসময় উদ্ধার করা হয় ৪ মালয়েশিয়াগামি।

এসময় আটক দালালরা হল, কক্সবাজার সদরের কলাতলী এলাকার গোলাম আকবরের পুত্র মনজুর আলম (৩৫) ও নাইক্ষ্যংছড়ি উপজেলার মৃত আছর উদ্দিনের পুত্র হাবিব উল্লাহ (৩২)।

উদ্ধার হওয়া যাত্রীরা হল, কক্সবাজারের সদরের পিএমখালী ইউনিয়নের গোলাম শরীফের পুত্র রেজাউল করিম (৩০), একই এলাকার মোবারক হোসেনের পুত্র আবদুর রহমান (১৮), ফরিদ আলম বাবুলের পুত্র সালামত উল্লাহ (১৮), ভারুয়াখালী ইউনিয়নের কবির আহমদের পুত্র গিয়াস উদ্দিন (১৮)।

কক্সবাজার সদর থানার অপারেশ কর্মকর্তা এসআই আবদুল কাইয়ুম জানান, এ ৪ জনকে ট্রলালে তুলে দেয়ার খবর পেয়ে পুলিশ ৪ জনকে উদ্ধার করে ২ দালালকে আটক করা হয়। এব্যাপারে মামলা দায়ের করা হচ্ছে।

অপরদিকে সকাল ৯ টার দিকে টেকনাফের শাহপরীরদ্বীপ থেকে ২ জন এবং উখিয়া থেকে ১ জন দালালকে আটক করা হয়।

টেকনাফে আটকরা হল, টেকনাফের শাহপরীরদ্বীপের মৃত আমির হোসেনের পুত্র মো. রফিক (৩০) ও মৃত লালু মিয়ার পুত্র ইসমাইল (৩৫)। উখিয়া থেকে আটক করা হয় সোনাইছড়ি এলাকার মৃত হাসন আলীর পুত্র মোহাম্মদ আলম (২৮)।

উখিয়া ও টেকনাফ সার্কেলে দায়িত্ব এএসপি জসীম উদ্দিন মজুমদার জানান, আটক ৩ জনের মানবপাচার আইনে মামলা রয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ জানান, মানবপাচারকারিদের গ্রেফতারে পুলিশ বিশেষ অভিযান চালাচ্ছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন