কক্সবাজার সদরে জামায়াতের জিএম রহিমউল্লাহ, উখিয়ায় বিএনপি’র সরওয়ার জাহান চৌধুরী ও টেকনাফে আওয়ামীলীগের জাফর আহমদ চেয়ারম্যান নির্বাচিত

Untitled-1

আবদুল্লাহ নয়ন, কক্সবাজার:
কক্সবাজার সদর উপজেলায় জামায়াত ইসলামীর সমর্থিত চেয়ারম্যান প্রার্থী জিএম রহিমউল্লাহ,উখিয়া উপজেলায় বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সরওয়ার জাহান চৌধুরী (ঘোড়া) এবং টেকনাফ উপজেলায় আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী জাফর আহমদ (আনারস) বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

কক্সবাজার সদর উপজেলায় ৯৯ টি কেন্দ্রে ভোটগগনা শেষে জামায়াত সমর্থিত জিএম রহিম উল্লাহ (মটর সাইকেল) ৪৩ হাজার ২৩ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র সর্মথিত আবদুল মাবুদ (আনারস) পেয়েছেন ৩৯ হাজার ৩’শ ৫৭ ভোট।

উখিয়া উপজেলার ৪৩ টি কেন্দ্রের মধ্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিএনপি’র একক প্রার্থী সরওয়ার জাহান চৌধুরী (ঘোড়া) ৪১ হাজার ৯৭৮ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ ঘোষিত প্রার্থী হুমায়ুন কবির চৌধুরী মন্টু (আনারস) পেয়েছেন ২৮ হাজার ৮৮৬ ভোট।

টেকনাফ উপজেলার আওয়ামীলীগের এমপি বদি ঘোষিত প্রার্থী জাফর আহমদ (আনারস) ৩০ হাজার ৬৭০ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিএনপির বিদ্রোহী প্রার্থী মোঃ আব্দুল্লাহ (টেলিফোন) পেয়েছেন ২৩ হাজার ৬২৯ ভোট।
উপজেলা সহকারী রিটানিং কার্যালয় সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন