কক্সবাজার সদরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন

ঈদগাঁও প্রতিনিধি:

নির্বাচনী প্রচারণার শেষ দিনে এসে সুষ্ঠু ভোট গ্রহণ ও নিজের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সেলিম আকবর।

শুক্রবার (২৯ মার্চ) রাত ১০টায় ঈদগাঁওয়ে প্রধান নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে সেলিম আকবর বলেন, আমরা জনগণের ভোটাধিকার নিশ্চিত করার জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি।  সুষ্ঠু পরিবেশ দেখে মানুষ নির্বাচনমুখী হয়েছে।  প্রার্থীরাও নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে উৎসবমুখর পরিবেশে প্রচারণা চালিয়েছে।  কিন্তু ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ততই প্রতিদ্বন্দ্বি নৌকা প্রতীকের প্রার্থী ও তার সমর্থকরা সাধারণ ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করছে।

প্রতিনিয়ত আমাকে হুমকি ধমকি দেয়া হচ্ছে।  আমার নির্বাচনী কর্মীদেরকে মারধর করছে।  প্রচারণার শেষ দিনেও অনেক জায়গায় এমন ঘটনা ঘটেছে। বিভিন্ন এলাকায় আমার নির্বাচনী পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলেছে নৌকার সমর্থকরা।  ইতিমধ্যে আমার এজেন্টদের হুমকি দেয়া শুরু করেছে প্রতিদ্বন্দ্বি প্রার্থীর লোকজন।  ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য প্রশাসনের কাছে আমি বিনীত অনুরোধ করছি।

সংবাদ সম্মেলনে চেয়ারম্যান পদপ্রার্থী সেলিম আকবর’র নির্বাচন উপদেষ্টা, পরিচালক, এজেন্টসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার সদরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন