কবর জেয়ারত ও দোয়ার মাধ্যমে স্মরণ, রাজনগর গণহত্যায় নিহতদের

SAM_0368 [1600x1200]

পার্বত্যনিউজ রিপোর্ট : ৪ জুন, রাজনগর গণহত্যা দিবস। ১৯৮৬ সালের এই দিন ভোর ৪টা ৪৫ মিনিটে গ্রামটিতে ঘুমন্ত সহায় নিরীহ মানুষের ওপর হায়েনার মত ঝাঁপিয়ে পড়েছিল সশস্ত্র শান্তিবাহিনী। তাদের হিংসার আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাড়খার হয়ে যায় ৫০টি বাড়ি। বৃষ্টির মত গুলি চালিয়ে নিষ্ঠুরভাবে হত্যা করা হয় একই পরিবারের সকল সদস্যসহ এগারটি তাজা প্রাণ। যাদের মাঝে অধিকাংশই ছিল নারী ও শিশু।

সেদিন শান্তিবাহিনীর তাণ্ডবের কথা রাজনগরবাসী আজও ভুলতে পারেননি। তাই আজ (৪ জুন, ২০১৪) রাজনগর গণহত্যার দিবসটি গ্রামবাসী পালন করেছেন সেদিন নিহতদের কবর জেয়ারত ও তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করার মাধ্যমে। ১৯৮৬ সালের এই দিনে রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার রাজনগরে যারা শহিদ হয়েছিলেন তারা হলেন-

১. মো. ওমর আলী (৪৫)
২. বেগম ওমর আলী (৩০)
৩. আব্দুল মালেক (৭), পিতা ওমর আলী
৪. ফাতেমা বেগম (৪), পিতা ওমর আলী
৫. মালেকা বানু (২৮), স্বামী খৈয়র উদ্দিন
৬. নিলুফা আক্তার (১), পিতা খৈয়র উদ্দিন
৭. এরশাদ আলী মুন্সী (৬৫), পিতা নছরদ্দিন ফকির
৮. রেজিয়া খাতুন (২৫), স্বামী হাফিজ উদ্দিন
৯. আজিজুল ইসলাম (১০), পিতা হাফিজ উদ্দিন
১০. আলিমন বিবি (২৪), পিতা আব্দুর রহমান
১১. জামেলা খাতুন (২২), স্বামী সমর আলী

‘হে পথিক শোন’- রাজনগর গণহত্যা দিবসের আহ্বান

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কবর জেয়ারত, রাজনগর গণহত্যা, শান্তিবাহিনী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন