করোনা: ইমাম-মোয়াজ্জিনের অর্থসহায়তা দিবে বান্দরবান জেলা পরিষদ

fec-image

বিভিন্ন এলাকা লকডাউনকরোনা পরিস্থিতিতে ঘরবন্দি ইমাম মোয়াজ্জিনদের জন্য অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা এসেছে পার্বত্য জেলা পরিষদ থেকে। জেলার ৭ উপজেলায় ৭২২ মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের এই সহায়তা দেওয়া হবে বলে নিশ্চিত করেছেন জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর।

এই প্রসঙ্গে মোজাম্মেল হক বাহাদুর জানান, চলমান করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে জেলার বিভিন্ন উপজেলার মানুষ ঘরবন্দি রয়েছেন। প্রশাসনের নির্দেশ পালন করে মসজিদের ইমাম-মোয়াজ্জিনরাও সরকারকে সহায়তা করছেন। এই অবস্থায় জেলার ইমাম-মুয়াজ্জিনরা যাতে কষ্টে না পরেন সেজন্য জেলা পরিষদ থেকে আর্থিক সহায়তা দেয়া হবে। সোমবার থেকে এই অর্থ বিতরণ শুরু হবে।

উল্লেখ্য, বান্দরবান সদরে ১৩০, লামা ২৬০, নাইক্ষ্যংছড়ি ২৫০, আলীকদম ৬২, রোয়াংছড়ি ১১, রুমা ৬ ও থানচি উপজেলায় ৩টি মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের এই অর্থ সহায়তা দেওয়া হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন