কাপ্তাই উচ্চ বিদ্যালয় হতে স মিল সড়কটির বেহাল অবস্থা

কাপ্তাই প্রতিনিধি:

জাকির হোসেন স মিল হতে কাপ্তাই উচ্চ বিদ্যালয় পর্যন্ত সড়কটির বেহাল অবস্থা। সংস্কারের অভাবে প্রতিদিন কয়েক হাজার লোকজন, স্কুল, কলেজ শিক্ষার্থী প্রতিনিয়ত ভাঙ্গা স্থানে পড়ে ইতি মধ্যে আহত হয়েছে।

গত বর্ষা মৌসুমে রাস্তা ও লেকের ভাঙ্গনের ফলে সড়কের কয়েকটি পাশ ভেঙ্গে যায়। এবং ইটগুলো উঠে যাওয়ার দরুন চলাচলে ব্যাপক দুর্ভোগের স্বীকার হচ্ছে জনসাধারণ। অতিদ্রুত ভাঙ্গাস্থান গুলো সংস্কার করা না হলে চলাচলের সড়কটি একে বারে বন্ধ হয়ে যাবে। ইতি মধ্যে এ ভাঙ্গা সড়কটি দিয়ে রাতে কিংবা দিনে চলতে গিয়ে মহিলা ও স্কুল শিক্ষার্থীসহ বেশ কয়েকজন পথচারী আহত হয়েছে।

পাশের ব্রিজটিও হুমকির মুখে বলে এলাকার ব্যবসায়ী ফারুক, সেকান্দার, আফছার, তরিকউল্লাহ মত প্রকাশ করেন।

এদিকে স্কুল শিক্ষার্থী সৌরভ ও নীলা বলেন, রাস্তা ভাঙ্গার দরুন আমাদের স্কুলে যেতে অনেক সমস্যা হয়। আমরা চাই সড়টি প্রশাসনের পক্ষ হতে দ্রুত সংস্কার করা হউক।

ইউপি সদস্য আব্দুল আহাদ সেলিম জানান, পঞ্চবার্ষিকী বাজেট এটি সংস্কারের একটি পরিকল্পনা আছে বাজেট আসলে এটি সংস্কার করা হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন