কাপ্তাই হ্রদে তিনমাস বন্ধকালীন মৎস্যজীবীদের মাঝে ভিজিএফ চাল বিতরণ

fec-image

রাঙামাটির কাপ্তাই হ্রদে তিনমাস বন্ধকালীন মৎস্যজীবীদের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুন) সকাল ১০টায় কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে ৪ নং ইউপি পরিষদে এ ভিজিএফ চাল বিতরণ করা হয়।

পারিবারিক মানবিক সহায়তা কার্মসূচির আওতায় কাপ্তাইয়ে ৭১৪ জন মৎস্যজীবীকে ১৩ টন (৭২০ কেজি) ভিজিএফ চাল দেয়া হয়। এবং তিন মাস বন্ধকালীন সময় প্রথম মাসে এক পরিবারকে ২০ কেজি করে চাল বিতরণ করে।

এম নুরু উদ্দীন সুমনের সঞ্চলনায় বিতরণ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান। প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী। বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রুহুল আমিন, ৪ নং ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, নৌ পুলিশ এসআই আশরাফুল ইসলাম ও উপজেলা মৎস্যজীবী লীগ সভাপতি মোস্তাক আহমেদ। এসময় কাপ্তাই ইউপি পরিষদ সকল সদস্য ও কাপ্তাই প্রেসক্লাব সভাপতি কবির হোসেন উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন, বর্তমান আ.লীগ সরকার সর্বস্তরের উন্নয়ন করে চলছে এবং দীপংকর তালুকদার এমপির প্রচেষ্টায় আজ জেলের মাঝে ভিজিএফ বিতরণ করা হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই হ্রদ, ভিজিএফ চাল, মৎস্যজীবী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন