কুতুবদিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

fec-image

“টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” প্রতিপাদ্যকে সামনে রেখে কুতুবদিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পলিত হয়েছে।

মঙ্গলবার (৮ মার্চ) সকাল ১০টায় কুতুবদিয়া উপজেলায় র‌্যালি ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরের জামান চৌধুরী। তিনি বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে। নারীরা সর্বক্ষেত্রে এগিয়ে যেতে পারে সে ব্যাপারে পুরুষকে সহযোগিতা করতে হবে।
সম্পত্তিতে ন্যায্য অধিকার পায় সে ব্যাপারে নারী-পুরুষ উভয়কে এগিয়ে আসতে আহ্বান জানান ইউএনও।

কেয়ার বাংলাদেশের ফিল্ড অফিসার আলাউদ্দিন হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা শিক্ষা অফিসার মোক্তার আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) খন্দকার মাহমুদুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার বিউটি, দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ, ব্র্যাক মাইক্রোফিন্যান্স কর্মসূচির এলাকা ব্যবস্থাপক অসীম বিশ্বাস প্রমুখ।

আলোচনা শেষে নারীর অগ্রযাত্রায় সাহসী ভূমিকা রাখার জন্য ব্র্যাকের পক্ষ হতে পল্লী সমাজের দুইজন সভা প্রধানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে পল্লীসমাজ সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, সুশীল সমাজ প্রতিনিধি, সাংবাদিক ও জনপ্রতিনিধিসহ ৩ শতাধিক নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন