কুতুবদিয়ায় ইয়াসায় ক্ষতিগ্রস্ত ঘর ওঠেনি অনেক পরিবারে

fec-image

কুতুবদিয়া আলী আকবর ডেইলে সম্প্রতি পূর্ণিমার জোয়ার আর প্রবল বর্ষনে বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকে ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত পরিবার। আড়াই মাস আগে ঘুর্ণিঝড় ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দাড়ানোর আগেই ফের ভাঙা বেড়িবাঁধ দিয়ে লোনা জল থামিয়ে দিয়েছে ইউনিয়নের পুরো ৩টি ওয়ার্ড। সাগর ঘেঁষা ৩ ওয়ার্ডে অন্তত ১০টি গ্রামে বয়ে যায় সাগরের পানি। এসময় প্রবল বর্ষণও হয় ৫ দিনব্যাপী। রাস্তা ঘাট ভেঙে কাচা ঘরবাড়ি মাছের প্রজেক্ট তলিয়ে যায়। পানি নিষ্কাসনের ব্যবস্থা না থাকায় পান বন্ধি চলে বসতবাড়িতে। এ যেন মরার উপর খড়ার গা।

কিরন পাড়ার বাসিন্দা আজিজুর রহমান, আতিকুর রহমান, জসীম উদ্দিন জানান, ১০ গ্রামের ভিতরে পানি নিষ্কাসনে কোন ড্রেন বা কালভার্ট নাই। পন্ডিত পাড়ার রবি দাশ, রনি দাশ জানান, ঘর পড়ে গেছে ইয়াসের প্রভাবে। আবার দু‘সপ্তাহ আগে পানি ঢুকে দেবে গেছে বসতঘর।

ব্যবসায়ী জয়নাল আবেদীন বলেন, তার ৩টি মৎস্য ঘের তলিয়ে গিয়ে সব মাছ চলে গেছে। একই রকম মাছের প্রজেক্টে অন্তত ১৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে নুর হোছাইন নামের এক মৎস্য খামারির।

স্থানীয় ইউপি সদস্য দিদারুল ইসলাম চৌধুরী বাচ্চু বলেন, বাঁধ ভেঙে সাগরের পানি ঢুকে ব্যাপক ক্ষতি হয় ৯/১০টি গ্রামে। কিরণপাড়া ও হকদার পাড়ায় দু‘টি কালভার্ট দেয়া হলে বসতভিটা তলিয়ে যেতনা। কিরণ পাড়ায় রাস্তা ভেঙে যাতায়াত বন্ধ হলে ইউনিয়ন পরিষদ থেকে জরুরী মেরামতে একটা বরাদ্দ দেবেন বলেছেন। তবে তা কখন মিলবে তা তিনি জানেননা। ফলে নিজের উদ্যোগেই রাস্তা নির্মাণ করছেন তিনি।

অপর দিকে গত মে মাসের শেষ সপ্তাহে ঘুর্ণিঝড় ইয়াসের প্রভাবে আলী আকবর ডেইল, কৈয়ারবিল, দক্ষিণ ধুরুং, উত্তর ধুরুং ইউনিয়নে সার্বিক দিকে ৮০ কোটি টাকার উপরে ক্ষয়-ক্ষতি হয়। বেশি ক্ষতি হয় আলী আকবর ডেইলে। এসময় ইয়াসের প্রভাবে বরাদ্দ দেয়া ২০০ বান ঢেউটিন এখনো পায়নি ক্ষতিগ্রস্তরা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস বলেন, পুর্ণিমার জোয়ারে আলী আকবর ডেইলের ৩ ওয়ার্ডে ক্ষতিগ্রস্ত পরিবারে জরুরী খাদ্য সহায়তা হিসেবে ৫ টন চাল বিতরণ করা হয়েছে। এছাড়া আগের বরাদ্দের ২০০ বান ঢেউটিন বৈরী আবহাওয়ার দরুণ এখনো আনা সম্ভব হয়নি। তা দ্রুত এনে বিতরণের ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন