কুতুবদিয়ায় ৫৯ প্রাথমিক বিদ্যালয়ে লাইব্রেরি স্থাপন

কুতুবদিয়া  প্রতিনিধি:

কুতুবদিয়ায়  ৫৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লাইব্রেরি স্থাপিত হলো। বেসরকারি সংস্থা  ইপসা এর উদ্যোগে দাতা সংস্থা ইউএসডিএ, বিশ্ব খাদ্য কর্মসূচি, রোম টু রিট এর আর্থিক সহযোগিতা স্কুল লাইব্রেরি স্থাপন করা হয়েছে।

প্রতিটি লাইব্রেরিতে গল্প, কবিতা, কৌতুক এর প্রায় ১২৩ প্রকারের বই সরবরাহ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

মঙ্গলবার ( ২ অক্টোবর)  সকাল ১০টায় নজর আলী মাতবর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে লাইব্রেরি  উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক জালাল আহম্মদ, সহকারী প্রধান শিক্ষক মাহাবুব আলম, সিএইচসিপি মুহাম্মদ রাসেল, ইপসা কর্মকর্তা মাহামুদ বেলাল, রোম টু রিট এর প্রতিনিধি নুরুল ইসলাম, শিক্ষক জসিম উদ্দিন, ঝিনুক, অভিভাবক প্রতিনিধি মুহাম্মদ ইদ্রিছ, তসলিমা খানম, মো. শাহাজাহান প্রমুখ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন