কুয়াশার কবলে কুতুবদিয়ার ২৯ জেলে ভারতে আটক

fec-image

সাগরে মাছ ধরতে গিয়ে কুতুবদিয়া উপকূলের ২৯ জেলে আটক হয়েছে ভারতীয় কোস্ট গার্ডের হাতে। বিষয়টি ভারতীয় একটি বেসরকারি টিভি চ্যানেলে সংবাদ প্রকাশের পর ট্রলার মালিক কর্তৃপক্ষ জানতে পারে। পরে ভারতে অবস্হানরত অমল কান্তি দাশ নামের এক বাংলাদেশীর মুঠোফোনে যোগাযোগ করে ভারতে জেলে আটকের বিষয়টি নিশ্চিত হন ট্রলার মালিক কর্তৃপক্ষ।

গত ৮ ফেব্রুয়ারি সাগরে ঘন কুয়াশায় ভারতীয় জলসীমায় ঢুকে পড়লে বাংলাদেশী তিনটি ফিশিং বোট ও ৮৮ জেলেকে আটক করে। এরমধ‍্যে কুতুবদিয়া বড়ঘোপ ইউনিয়নের মুরালিয়া গ্রামের জসিম উদ্দিনের মালিকানাধীন ২৯ জেলেসহ এফবি আল রাফি নামের একটি ফিশিং ট্রলার বলে নিশ্চিত করেন।

আটককৃতরা ভারতের দক্ষিণ ২৪ পরগনা ফ্রেজারগঞ্জ বন্দর এলাকার নামখানা জেল হাজতে আছে। ভারতে আটককৃত কুতুবদিয়ার জেলেরা হলেন, বড়ঘোপ ইউনিয়নের মো. ইউনুছ মাঝি (৫০), মো. এরশাদ (৩৫), জমির উদ্দিন(৩০), নুর মোহাম্মদ ((৪৩), মিজানুর রহমান(৩৩) শাহাদাৎ হোছাইন (৩৪), নুরুল বশর (৩৮), একরামুর হক (২৫), জমির উদ্দিন(৩৪), জাফর আলম (৩৯), নুর মোহাম্মদ (৩৬), খোরশেদ আলম (২৫), মোঃ ইব্রাহিম(৩৩), আরাফাত হোছাইন (২৩), রফিক উদ্দিন (২৫), আলা উদ্দিন (৩৭), রুবেল (২৯), মাহাবুব আলম (৫০), মোঃ মামুন(৩১), মো. আকাশ(৩২), রম্ভস দাশ (৩৫), মহি উদ্দিন(২৬), প্রভাত কান্তি দাশ (৪০), আবু মুছা (৩১), অলি উদ্দিন(২৪), নুরুল আলম(২২), মো. শহীদ উদ্দিন রাসেল (২৬), মিজানুর রহমান (৩৪) ও মাহামুদুল করিম।
জেলে পরিবারে আটকের খবর পৌছলে আহাজারি শুরু হয় এলাকায়।

এদিকে জেলেদের নিখোঁজ ও খবর পাওয়ার বিষয় নিয়ে এফবি আল রাফি ফিশিং বোটের মালিক বড়ঘোপ ইউনিয়নের মুরালিয়া গ্রামের ইসমাঈলের পুত্র জসিম উদ্দিন পৃথকভাবে কুতুবদিয়া থানায় ২টি সাধারণ ডায়েরী করেছেন বলে থানার অফিসার ইন্ চার্জ মো. ওমর হায়দার জানিয়েছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন