কৃষি জমির মাটি কাটার অপরাধে খাগড়াছড়িতে ইট ভাটার মালিককে আড়াই লাখ টাকা জরিমানা

fec-image

খাগড়াছড়িতে কৃষি জমির মাটি কাটার অভিযোগে ইট ভাটার মালিক মো: সেলিমকে (সেলিম এন্ড ব্রাদাসকে দুই লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

শনিবার (৯ জানুয়ারি) বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত জেলা সদরের ঠাকুরছড়া এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন এ ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে এই অর্থদন্ড দেন।

তিনি জানান , ‘ইটভাটার জন্য অবৈধভাবে কৃষির জমির উপরিভাগ( টপসয়েল ) কেটে নিয়ে যাচ্ছিল। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে টপসয়েল কাটায় ইট প্রস্তত ও ভাটা নিয়ন্ত্রণ আইন ২০১৩ অনুযায়ী ইট ভাটা মালিক মো.সেলিমকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় তিনি আরো বলেন, “আগামীতেও এমন অভিযান অব্যাহত থাকবে ।’

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন