কোরবানী উপলক্ষ্যে খাগড়াছড়ি জেলা প্রাণীসম্পদ বিভাগের মতবিনিময়

খাগড়াছড়ি প্রতিনিধি:

কোরবানীর পশু জবাই এর পর করণীয়, পশুর বর্জ্য অপসারণ এবং সঠিক নিয়মে চামড়া ছাড়ানো ও সংরক্ষণ বিষয়ে মত বিনিময় ও সাংবাদিক সম্মেলন করেছে খাগড়াছড়ি জেলা প্রাণীসম্পদ বিভাগ। মঙ্গলবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে খাগড়াছড়ি প্রেসক্লাব হল রুমে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মতবিনিময়ে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ড. শেখ আব্দুল মান্নান।

তিনি জানান, খাগড়াছড়িতে গত বছর কোরবানি হয়েছিলো ১৬১৩৭ টি পশু।  এবার জেলায় কোরবানীর জন্য পশু মজুদ রয়েছে ১৯৯১৮ টি।  যার মধ্যে রয়েছে ষাঁড় – ১১৮০৩, বলদ -৩৭৫৮, গাভী -১৩৪৯,  ছাগল – ২৭৪৭, ভেড়া -২৫১ ও অন্যান্য -১০ টি। জেলায় কোরবানীর পশুর সংকট হবে না বলেও জানান তিনি।  জেলায় সর্বমোট কোরবানীর পশুর হাট রয়েছে ২৫ টি উল্লেখ করে বলেন, সব কটি কোরবানীর পশুর হাটে কাজ করছে ভেটেরিনারি মেডিকেল টিম।  পশুর জরুরী স্বাস্থ্য সেবাসহ সকল প্রকার সেবা প্রদান করছে এসব মেডিকেল টিম।

এসময় আরো উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম খান, মহালছড়ি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. তুষার কান্তি চাকমা, মাটিরাঙ্গা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা পলাশ কান্তি চাকমা, দীঘিনালা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জহর লাল চাকমা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন