খাগড়াছড়িতে এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয়


নিজস্ব প্রতিবেদক,খাগড়াছড়ি:

খাগড়াছড়ি জেলায় ২০১৭ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার ফলাফল চরম বিপর্যয় ঘটেছে। এই জেলায় থেকে এ বছর ৫৭৫৪ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ২৫৭৮ জন শিক্ষার্থী । শতকরা পাসের হার ৪৪.৮০। গত বছরের চেয়ে ৫.৩৬ শতাংশ কম। গত বছর পাসের হার ছিল ৫০.১৬।  এবার কমেছে জিপিএ-৫।

গত বছর জিপিএ- ৫ ছিল ৯ জন।এ বছর পেয়েছে মাত্র ৪ জন। এ খাগড়াছড়ি সরকারি কলেজ থেকে ২টি, খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে ১টি এবং মানিকছড়ি গিরি মৈত্রী কলেজ থেকে ১টি জিপিএ- পেয়েছে।

তবে এবারও খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ফলাফল ভালো করেছে। পাসের হার ৯৩.২০ শতাংশ। আর সব চেয়ে খারাপ করেছে মাটিরাঙা সরকারী কলেজ। এ কলেজে পাসের হার মাত্র ২৮.৭৫ শতাংশ।

খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে এ বছর ১শ ৩ জন পরিক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ৯৬ জন। মানবিক বিভাগে ৩৮ জন পরীক্ষার্থী পাশ করেছে ৩৫ জন। বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা ৪৩ জন পাশ করেছে ৩৯জন। ব্যবসা শিক্ষা বিভাগে ২২জন পরিক্ষার্থীর মধ্যে সবাই পাশ করেছে। বিজ্ঞান থেকে জিপিএ-৫ এসেছে ১টি। পাসের হার ৯৩.২০ শতাংশ।

খাগড়াছড়ি সরকারী কলেজে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯শ জন। পাশ করেছে ৪শ ৫জন। কলেজটিতে বিজ্ঞান বিভাগে ২শ ৫০ জন পরীক্ষার্থীর বিপরীতে পাশ করেছে ৯২ জন। ব্যবসা শিক্ষায় ৩শ ১৭ জন পরীক্ষার্থীর বিপরীতে পাশ করেছে ১শ ৮১ জন। অন্যদিকে মানবিক বিভাগে ৩শ ৩৩ জন পরীক্ষার্থীর বিপরীতে পাশ করেছে ১শ ৩২ জন। এই কলেজের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ এসেছে ২টি। পাসের হার ৪০.৪৯ শতাংশ।

দীঘিনালা ডিগ্রী কলেজে মোট পরীক্ষার্থী সংখ্যা ১হাজার ৮৩ জন। পাশ করেছে ৪শ ৫৬জন। বিজ্ঞান বিভাগে মোট পরিক্ষার্থীর সংখ্যা ১শ ৩৫ জন। পাশ করেছে ৮৯ জন। কলেজটিতে মানবিক বিভাগে মোট পরিক্ষার্থীর সংখ্যা ৭শ ৩১জন। পাশ করেছে ২শ ৫৮ জন। ব্যবসায় শিক্ষায় ২শ ১৭ জন শিক্ষার্থীর বিপরীতে পাশ করেছে ১শ ৯ জন। পাসের হার হার ৪১.৭৬ শতাংশ।

মানিকছড়ি গিরি মৈত্রি ডিগ্রী কলেজে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮শ ১৩ জন। পাশ করেছে ৩শ ৯৫ জন। বিজ্ঞান বিভাগে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮২ জন। পাশ করেছে ৬৯ জন। মানবিক বিভাগে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫শ ২ জন। পাশ করেছে ২শ ৮জন। ব্যবসা শিক্ষা বিভাগে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২শ ২৯ জন। পাশ করেছে ১শ ১৮ জন। এই কলেজের ব্যবসা শিক্ষা বিভাগ থেকে জিপিএ-৫এসেছে ১টি। পাসের হার পাসের হার ৪৮.৫৯ শতাংশ।

মাটিরাঙ্গা ডিগ্রী কলেজের মোট পরিক্ষার্থীর সংখ্যা ৭শ ১৮ জন। পাশ করেছে ২শ ৭জন। এই কলেজে বিজ্ঞান বিভাগে মোট পরিক্ষার্থীর সংখ্যা ৮৪ জন। পাশ করেছে ৪১ জন। মানবিক বিভাগে মোট পরিক্ষার্থীর সংখ্যা ৪শ ৪৭ জন। পাশ করেছে ১শ ২জন। ব্যবসা শিক্ষায় মোট পরিক্ষার্থী ১শ ৮৭জন। পাশ করেছে ৬৪জন। পাসের হার
তবলছড়ি গ্রীণ হিল কলেজে এবার মোট পরিক্ষার্থীর সংখ্যা ২শ ৬জন। পাশ করেছে ১শ ১৮জন। এরমধ্যে বিজ্ঞান মানবিক বিভাগে মোট পরিক্ষার্থীর সংখ্যা ১শ ৩৪জন। পাশ করেছে ৭৫ জন। ব্যবসা শিক্ষায় মোট পরিক্ষার্থী ৭২জন। পাশ করেছে ৪৩জন। পাসের ২৮.৭৫ শতাংশ।

মহালছড়ি কলেজে মোট পরিক্ষার্থীর সংখ্যা ৪শ ৪০জন। এরমধ্যে পাশ করেছে ১শ ৫৬ জন। বিজ্ঞান বিভাগে মোট পরিক্ষার্থীর সংখ্যা ৫১ জন। পাশ করেছে ৯ জন। মানবিক বিভাগে মোট পরিক্ষার্থীর সংখ্যা ২শ ৭৩ জন। পাশ করেছে ১শ ৩ জন। ব্যবসা শিক্ষায় মোট পরিক্ষার্থী ১শ ১৬ জন। পাশ করেছে ৪৪ জন। পাসের হার৩৫.৩৭ শতাংশ।

বৌদ্ধ শিশুঘর স্কুল এন্ড কলেজে মোট পরিক্ষার্থী ৪৩জন। এরমধ্যে পাশ করেছে ৯জন। মানবিক বিভাগে ২৮জন শিক্ষার্থীর বিপরীতে পাশ করেছে ৮জন এবং ব্যবসা শিক্ষায় ৬জন শিক্ষার্থীর বিপরীতে পাশ করেছে ১জন।
খাগড়াছড়ি সরকারী মহিলা কলেজে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪শ ৮৭ জন। এরমধ্যে পাশ করেছে ২শ ২জন। এবারে বিজ্ঞান বিভাগে মোট পরিক্ষার্থীর সংখ্যা ৬১ জন। পাশ করেছে ১৫ জন। মানবিক বিভাগে মোট পরিক্ষার্থীর সংখ্যা ২শ ৬১ জন। পাশ করেছে ১শ ১৭ জন। ব্যবসা শিক্ষায় মোট পরিক্ষার্থীর সংখ্যা ১শ ৬৫ জন। পাশ করেছে ৭০ জন। পাসের হার ৪০.৪৯ শতাংশ।

পানছড়ি কলেজে মোট পরিক্ষার্থীর সংখ্যা ৬শ ১১জন। এরমধ্যে পাশ করেছে ৩শ ৭৭জন। বিজ্ঞান বিভাগে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩৮জন। পাশ করেছে ২৭ জন। মানবিক বিভাগে মোট পরিক্ষার্থী ৪শ ৫৯জন। পাশ করেছে ২শ ৬২জন। এবং ব্যবসা শিক্ষায় মোট পরিক্ষার্থী ১শ ১৪জন। পাশ করেছে ৮৮ জন। পাসের হার ৬১.৬০ শতাংশ।

রামগড় সরকারী কলেজে এবারে মোট পরিক্ষার্থীর সংখ্যা ৩শ ৭৩জন। এরমধ্যে পাশ করেছে ১শ ৬৮ জন। পরিক্ষায় বিজ্ঞান বিভাগে পরিক্ষার্থীর সংখ্যা ৪৩ জন। পাশ করেছে ২৩ জন। মানবিক বিভাগে মোট পরিক্ষার্থী ১শ ৭৬ জন। পাশ করেছে ৬৬ জন। ব্যবসা শিক্ষা বিভাগে পরিক্ষার্থীর সংখ্যা ১শ ৫৫ জন। পাশ করেছে ৭৯ জন। পাসের হার ৪৫.০৪ শতাংশ।

মাটিরাঙার তবলছড়ি গ্রীনহলি থেকে মানবিক এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ২০৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে ১১৮ জন শিক্ষার্থী পাস করেছে । পাসের হার ৫৭.২৮ শতাংশ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন