খাগড়াছড়িতে জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

Khagrachhari Press confarance photo  17-04-2016

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়িতে ভূমি দস্যু ও আফরোজা আক্তার নিশির ষড়যন্ত্রের হাত থেকে ভূমি রক্ষা ও জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছে দীঘিনালা উপজেলার মেরুং’র অসহায় এক পরিবার। রোববার সকাল ১১টায় খাগড়াছড়ি প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মো. রফিকুল ইসলাম। এ সময় তার বৃদ্ধ পিতা মো. সিরাজ আলী ও প্রতিবেশি মো. আলী হোসেন উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, তার পিতার ২একর ২৩শতক ভূমি ও বাগান আঞ্চলিক ভূয়া দলিল করে দখলের চেষ্টা করে আছে। বাঁধা দিলে হামলা চালিয়ে পরিবারের সদস্যদের মারধর রক্তাক্ত জখম করে এবং ৪টি বিভিন্ন মামলায় জড়িয়ে দেয়। ছন্দবেশি এই লিজা পুলিশসহ বিভিন্ন কর্মকর্তাদের নাম ভাঙ্গিয়ে প্রতারনা করে আসছে বলে তারা অভিযোগ করে।

এ প্রতারনায় আফরোজা নিশি, লিজা, অন্তরা ও রাবেয়াসহ আরো কয়েক জনের নাম উল্লেখ করা হয়।
অসহায় এই পরিবারটি নিজেদের ভূমি ও জীবনের নিরাপত্তা পাওয়ার আশায় এই সংবাদ সম্মেলন করেছে বলে তারা সাংবাদিকদের জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

One Reply to “খাগড়াছড়িতে জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন”

  1. একে আমি চিনি এর বাড়ি আমার বাড়ির পাসেই
    বাপ ছেলে দুজনেই বাটার …এরা আমার দাদার জমি নিয়ে এরকম করে ছিল ..এখন না পেরে
    অন্য জনের জায়গা জমিন নিয়ে লেগেছে ..
    এতো বড় ছেলে কোন কাজ কাম করেনা তার বেপসা এইটা …..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন