খাগড়াছড়িতে নিরাপদ, বিষমুক্ত ও রপ্তানিযোগ্য ফল উৎপাদন কর্মশালা

 

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়িতে নিরাপদ, বিষমুক্ত ও রপ্তানিযোগ্য ফল ও সবজি উৎপাদনে ফ্রুট ব্যাগিং প্রযুক্তি ব্যবহার শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

খাগড়াছড়ি ফল বাগান মালিক সমিতির আয়োজনে শুক্রবার(১৬ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের মিলনপুর হিলটপ গেস্ট হাউজ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় বাগান মালিকদের বিষমুক্ত ফল চাষে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেন খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুন্সি রাশিদ আহমেদ।

এছাড়াও ফলবাগানের বিভিন্ন সমস্যা ও করণীয় বিষয়ে আলোচনা করেন চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা  ড. মো. শরফ উদ্দিন।

খাগড়াছড়ি ফল বাগান মালিক সমিতির সহ- সভাপতি সুজন চাকমার সভাপতিত্বে

কর্মশালায় খাগড়াছড়ি ফল বাগান মালিক সমিতির সহ- সভাপতি দিবাকর চাকমাসহ স্থানীয় ফলবাগান মালিকরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন