খাগড়াছড়িতে পাহাড়ি নারীকে হত্যার নিন্দা হিল উইমেন্স ফেডারেশনের

fec-image

হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নিরূপা চাকমা ও সাধারণ সম্পাদক মন্টি চাকমা মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের তিন মাইল নামক স্থানে প্রীতি রাণী ত্রিপুরা নামে এক পাহাড়ি নারীকে হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, পার্বত্য চট্টগ্রাম এবং সমতলে নারী-শিশু ধর্ষণ, নির্যাতন ও হত্যার ঘটনা যেন নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। যার ফলে নারীরা আজ নিজ বাড়ি, কর্মস্থল, শিক্ষা প্রতিষ্ঠান, পথে-ঘাটে কোথাও নিরাপদ নয়।

পার্বত্য চট্টগ্রামে জাতিগত নিপীড়নের অংশ হিসেবে পাহাড়ি নারীদের ওপর নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনা সংঘটিত করা হয় মন্তব্য করে বিবৃতিতে তারা বলেন, এখানে কল্পনা চাকমা অপহরণ থেকে শুরু করে পাহাড়ি নারীর ওপর এ যাবত যতগুলো নির্যাতন, ধর্ষণ-খুনের ঘটনা ঘটেছে তার কোনটিরই সঠিক বিচার হয়নি। উপরন্তু এ সব ঘটনা ধামাচাপা দিতে নানা ষড়যন্ত্র করা হয়ে থাকে।

বিবৃতিতে নেতৃদ্বয় অবিলম্বে প্রীতি রাণী ত্রিপুরার হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: পার্বত্য চট্টগ্রামে, পাহাড়ি, হিল উইমেন্স ফেডারেশন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন