খাগড়াছড়ি জেলার কলেজসমূহের এইচএসসি পরীক্ষার ফলাফল

h04

 

দিদারুল আলম রাফি :

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে বুধবার। প্রকাশিত ফলাফলে সারা দেশে পাসের হার ৭৮.৩৩ শতাংশ। মোট জিপিএ-ফাইভ পেয়েছে ৭০ হাজার ৬০২জন। নিম্নে খাগড়াছড়ি জেলার বিভিন্ন কলেজের ফলাফল দেয়া হল:

খাগড়াছড়ি সরকারী কলেজ : খাগড়াছড়ি সরকারী কলেজে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭৫৫ জন। এরমধ্যে পাশ করেছে ৪২৮ জন। মোট পাশের হার ৫৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৫জন। কলেজটিতে বিজ্ঞান বিভাগে ১৬৬ জন পরীক্ষার্থীর বিপরীতে পাশ করেছে ৯২ জন। জিপিএ-৫ পেয়েছে ২জন। মানবিক বিভাগে ৩১৮ জন পরীক্ষার্থীর বিপরীতে ১২৯ জন। জিপিএ-৫ পেয়েছে ২জন। ব্যবসা শিক্ষায় ২৭১ জন পরীক্ষার্থীর বিপরীতে পাশ করেছে ২০৭ জন।

খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে এন্ড কলেজে :

খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে ১৪২ জন পরিক্ষার্থীর বিপরীতে পাশ করেছে ১৩২ জন। যার পাশের হার ৯২.৯৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২জন। কলেজটিতে এবারে মানবিক বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৪ জন। পাশ করেছে ৪০ জন। বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা ৪৩ জন । পাশ করেছে ৩৯ জন। ব্যবসা শিক্ষা বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা ৫৫ জন। পাশ করেছে ৫৩ জন। এবারের পরীক্ষায় ব্যবসা শিক্ষায় জিপিএ-৫ পেয়েছে জয়নব বিবি এবং বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে রাকিব সাহা।

খাগড়াছড়ি সরকারী মহিলা কলেজ :

খাগড়াছড়ি সরকারী মহিলা কলেজে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ৪২১ জন। এরমধ্যে পাশ করেছে ২৭২ জন। ফেল করেছে ১৩৮ জন। যার পাশের হার ৬৪.৬০ শতাংশ। এবারে বিজ্ঞান বিভাগে মোট পরিক্ষার্থীর সংখ্যা ২২ জন। পাশ করেছে ৪ জন। ফেল করেছে ১৭ জন। মানবিক বিভাগে মোট পরিক্ষার্থীর সংখ্যা ২৫৪ জন। পাশ করেছে ১৮৮ জন। ফেল করেছে ৬৬ জন। ব্যবসা শিক্ষায় মোট পরিক্ষার্থীর সংখ্যা ১৪৫ জন। পাশ করেছে ৭৭ জন। ফেল করেছে ৬৮ জন।

দীঘিনালা ডিগ্রী কলেজ :

দীঘিনালা ডিগ্রী কলেজে এবারে মোট পরীক্ষার্থী সংখ্যা ৮৬৫ জন। পাশ করেছে ৫৫৯ জন। পাশের হার ৬৫ শতাংশ। কোন জিপিএ-৫ নেই। কলেজটিতে মানবিক বিভাগে মোট পরিক্ষার্থীর সংখ্যা ৫৩৫ জন। পাশ করেছে ৩৬১ জন। বিজ্ঞান বিভাগে মোট পরিক্ষার্থীর সংখ্যা ৯১ জন। পাশ করেছে ৭৭ জন। ব্যবসায় শিক্ষায় ২৩৯ জন শিক্ষার্থীর বিপরীতে পাশ করেছে ১শ ২৬ জন। মানবিক বিভাগে মোট পরিক্ষার্থীর সংখ্যা ৫শ ৩৫ জন। এর মধ্যে পাশ করেছে ৩৫৬ জন। পাশের হার ৬৫ শতাংশ।

মাটিরাঙ্গা ডিগ্রী কলেজ:

মাটিরাঙ্গা ডিগ্রী কলেজের মোট পরিক্ষার্থীর সংখ্যা মোট পরিক্ষার্থীর সংখ্যা ৫০২ জন। পাশ করেছে ৩৫৩ জন। ফেল করেছ ১৪৭ জন। যার পাশের হার ৭০.৩১ শতাংশ। এই কলেজে বিজ্ঞান বিভাগে মোট পরিক্ষার্থীর সংখ্যা ৩৬ জন। পাশ করেছে ৩৩ জন। ফেল করেছে ৩ জন। মানবিক বিভাগে মোট পরিক্ষার্থীর সংখ্যা ২৭১ জন। পাশ করেছে ১৭৮ জন। ফেল করেছে ৯৩ জন। ব্যবসা শিক্ষায় মোট পরিক্ষার্থী ১৯৫ জন। পাশ করেছে ১৪২ জন। ফেল করেছে ৫৩ জন।

মহালছড়ি কলেজ :

মহালছড়ি কলেজে মোট পরিক্ষার্থীর সংখ্যা ছিলো ২৮৫ জন। এরমধ্যে পাশ করেছে ১৬৬ জন। ফেল করেছে ১১৭ জন। পাশের হার ৫৮.২৪ শতাংশ। বিজ্ঞান বিভাগে মোট পরিক্ষার্থীর সংখ্যা ৩৫ জন। পাশ করেছে ১৩ জন। ফেল করেছে ২২ জন। মানবিক বিভাগে মোট পরিক্ষার্থীর সংখ্যা ১১৪ জন। পাশ করেছে ৬৮ জন। ফেল করেছে ৪৬ জন। ব্যবসা শিক্ষায় মোট পরিক্ষার্থী ১৩৬ জন। পাশ করেছে ৮৫ জন। ফেল করেছে ৫১ জন। এই কলেজ থেকে কেউ জিপিএ-৫ পায়নি।

পানছড়ি কলেজ :

পানছড়ি কলেজে মোট পরিক্ষার্থীর সংখ্যা ছিলো ৫৯৮ জন। এরমধ্যে পাশ করেছে ৩৮৩ জন। ফেল করেছে ২১৫ জন। পাশের হার ৬৪ শতাংশ। বিজ্ঞান বিভাগে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭ জন। পাশ করেছে ২ জন। ফেল করেছে ৫ জন। মানবিক বিভাগে মোট পরিক্ষার্থীর সংখ্যা ৩৭৭ জন। পাশ করেছে ২৪৩ জন । ফেল করেছে ১৩১ জন। ব্যবসা শিক্ষায় মোট পরিক্ষার্থীর সংখ্যা ২১৪ জন। পাশ করেছে ১৩৮ জন। ফেল করেছে ৬৯ জন।

রামগড় সরকারী কলেজ :

রামগড় সরকারী কলেজে এবারে মোট পরিক্ষার্থীর সংখ্যা ছিলো ৩৪৪ জন। এরমধ্যে পাশ করেছে ১৮৮ জন। ফেল করেছে ১৫৫ জন। পাশের হার ৫৪.৬৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে মাত্র ১টি। বিজ্ঞান বিভাগে পরিক্ষার্থীর সংখ্যা ২৬ জন। পাশ করেছে ১৯ জন। ফেল করেছে ৭ জন। মানবিক বিভাগে মোট পরিক্ষার্থী ১১২ জন। পাশ করেছে ৩৮ জন। ফেল করেছে ৭৪ জন। ব্যবসা শিক্ষা বিভাগে পরিক্ষার্থীর সংখ্যা ২০৬ জন। পাশ করেছে ১৩১ জন। ফেল করেছে ৭৪ জন। এই কলেজ থেকে ব্যবসা শিক্ষা বিভাগ থেকে ১জন জিপিএ-৫ পেয়েছে।

-ফাইল ছবি

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন