পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের খাগড়াছড়ি রাবার বাগান ব্যবস্থাপনা ইউনিটের বেতন বাকি

খাগড়াছড়ি রাবার বাগানের বকেয়া বেতন ভাতার দাবিতে কর্মচারীদের অবস্থান কর্মসূচি

fec-image

৫ বছর ধরে বেতনভাতা না পাওয়ায় অবস্থান কর্মসূচি পালন করেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের খাগড়াছড়ির রাবার বাগান ব্যবস্থাপনা ইউনিট প্রথম পর্যায় প্রকল্পের কর্মচারীরা। রবিবার (১১ সেপ্টেম্বর) সকালে রাবার বাগান ইউনিট কার্যালয়ের সামনে দু’ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচিতে অংশ নেন বেতন বঞ্চিতরা।

কর্মচারীরা অভিযোগ করেন, বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহেলার শিকার হচ্ছেন তারা। অথচ বছরের পর বছর ধরে তারা বেতন ভাতা না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন।

উল্লেখ্য, ১৯৮১/৮২ সাল থেকে তিন দফায় উঁচুভূমি বন্দোবস্ত—করণ রাবার বাগান ব্যবস্থাপনা প্রকল্প গ্রহণ করা হয়েছিল। এর মধ্যে প্রথম পর্যায়ের অধীনে কর্মরত ৪৯ কর্মচারীর মধ্যে অধিকাংশই হতাশার কারণে চাকরি ছাড়তে বাধ্য হন। বাকি ১৩জন এখনো চাকরিতে নিয়োজিত থাকলেও বেতন ভাতা পাচ্ছেন না।

রাবার বাগান ব্যবস্থাপনা ইউনিটের জেনারেল ম্যানেজার পিন্টু চাকমা জানিয়েছেন, রাবার কৃষি আহরণ বন্ধ হয়ে যাওয়ায় বেতনভাতা দেয়া সম্ভব হচ্ছেনা। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার আশ্বাস দিয়েছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন