খাগড়াছড়িতে বিএনপির অবস্থান কর্মসূচি পালিত

fec-image

খাগড়াছড়িতে বিএনপির অবস্থান কর্মসূচিতে কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁিয়া বলেছেন, সরকার গদি রক্ষার জন্য রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করছে। মানুষ সরকারের বিরুদ্ধে ফুসে উঠেছে। তিনি বলেন, নিশি রাতের ভোটের সরকারের হাতে কেউ নিরাপদ নয়। যেসব সাংবাদিক ও গণমাধ্যম সরকারের অনিয়ম ও দৃর্নীতির সংবাদ প্রকাশ করছে তারাও জেল, জুলুম ও নির্যাতনের শিকার হচ্ছে।

বৈরী আবহাওয়ার উপেক্ষা করে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১ এপ্রিল) বিকালে খাগড়াছড়ি জেলা বিএনপি আয়োজিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূইঁয়া এসব কথা বলেন।

বিদ্যুৎ, গ্যাস, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আওয়ামী লীগ সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে পূর্ব ঘোষিত ১০ দফা বাস্তবায়নে দাবিতে (শনিবার) দুপুরে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন খাগড়াছড়ি জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।

খাগড়াছড়ি জেলা বিএনপির সহ সভাপতি প্রবীন চন্দ্র চাকমার সভাপতিত্বে আয়োজিত অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, যুগ্ম সম্পাদক অনিশেষ চাকমা রিংকু, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম ও জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি কংচাইরী মাস্টার, ক্ষেত্র মোহন রোয়াজা, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, আবু তালেব, ক্ষনি রঞ্জন ত্রিপুরা, কোষাধ্যক্ষ মফিজুর রহমান, সহ-কোষাধ্যক্ষ জহির আহমেদ, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অশোক মজুমদার, উপজাতি বিষয়ক সম্পাদক অটল চাকমা, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর হোসাইন, জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজ, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শাহেনা আক্তার, জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাগর নোমান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহেদুল আলম, জেলা কৃষক দলের সভাপতি পারদর্শী বড়ুয়া, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, মৎসজীবী দলের সদস্য সচিব মো. রিয়াসাদ, তাঁতী দলের সভাপতি আলমগীর মিয়া প্রমুখ।

নিউজটি ভিডিওতে দেখুন:

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন