গাজায় ইসরাইলী হামলার প্রতিবাদে খাগড়াছড়ি বিভিন্ন স্থানে বিক্ষোভ

guimara pic

নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি ॥

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে খাগড়াছড়ি জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর শহরের কোর্ট বিল্ডিং জামে মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে শহরের শাপলা চত্বরে এসে সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সভাপতি ইব্রাহিম খলিল ও পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদের কেন্দ্রিয় যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ। বিকেল ৩টায় একই স্থানে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ব্যানারে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী চলা ওই মানববন্ধনে বক্তব্য দেন, মাওলানা আবু তাহের আনসারী, মাওলানা জাহেদুল ইসলাম, অ্যাডভোকেট আক্তার উদ্দিন মামুন প্রমুখ।

বক্তারা গাজায় ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানিয়ে অভিযোগ করেন, ‘ইসরাইলের হামলায় গাজায় প্রতিনিয়ত সাধারণ মানুষ মারা যাচ্ছে। অথচ তথাকথিত জাতিসংঘ এখনো পর্যন্ত হামলা বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। এমনকি বিশ্ব মানবতাও এ ব্যাপারে অনেকটা নির্বিকার ভুমিকা পালন করছে। বক্তারা অভিলম্বে গাজায় ইহুদী হামলা বন্ধের জোন দাবী জানান।

অন্যদিকে জেলার গুইমারা উপজেলায় ইসরাইলী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে। মিছিলে নেতৃত্বদেন গুইমারা কেন্দ্রিয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ ওসমান গণি। জুমার নামাজের পর বিক্ষোভ মিছিলটি গুইমারা কেন্দ্রিয় জামে মসজিদ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এসময় দলমত নির্বিশেষে বিভিন্ন মসজিদ থেকে আসা হাজাও ধর্মপ্রাণ মুসলমান মিছিলে অংশ গ্রহন করে গাজায় ইজরাইলী হামলার প্রতিবাদ জানিয়ে জাতিসংগের প্রতি হামলাকারী বিচার দাবী করেন।

এছাড়াও জুমার নামাজের পর জেলার জালিয়াপাড়া চৌরাস্তায় গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে প্রায় ঘন্টা ব্যাপি মানববন্ধন করেছে স্থানীয় ধর্মপ্রান মুসলমানরা। মিছিলে বক্তোব্য দেন জালিয়াপাড়া কেন্দ্রিয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুফতি নোমান, ৩নং হাফছড়ি ইউপি চেয়ারম্যান উষেপ্রু মারমা, বিএনপি নেতা শেখ মিজানুর রহমান, আওয়ামীলীগ নেতা শেখ হাফেজুর রহমান, স্কুল শিক্ষক আব্দুস সালাম প্রুমুখ। মানব বন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে ইসরাইলি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। পরে বিশ্ব মুসলিম উম্মাহ’র কল্যান কামনায় বিশেষ মুনাজাত করা হয়।

অপরদিকে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) এর নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি থুইক্যচিং মারমা এবং সাধারণ সম্পাদক রিটন চাকমা শুক্রবার সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে গাজায় ইসরায়েলের নির্বিচার বোমা বর্ষণ শিশু-নিরাপরাধ লোক হত্যার তীব্র নিন্দা-প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিতে তারা প্যালেস্টাইনী জনগণের ন্যায্য লড়াইয়ের প্রতিও সমর্থন ব্যক্ত করেছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

One Reply to “গাজায় ইসরাইলী হামলার প্রতিবাদে খাগড়াছড়ি বিভিন্ন স্থানে বিক্ষোভ”

  1. PCP ra ki Arakan rajje Buddhisder hate Muslim puranu holu tokhon Misil, meeting koreni keno? Chukti bastobayonke samne rekhe tai mone hoi! jebhabei huk, Muslimra tu CHT charbe na, boroncho taratu sobsomoi somprosaroner pokkhe. Temni bharot sorkar u. Manobik karone Philistinder pokkhe aj sarabisho. UNO, NATO sobai shantir pokkhe. Ajke PCP ke Jamayat hote hobe na. Bishwe boro boro muslim desh royeche, onek shoktishali netritto royeche. Khagracharite michil na korle o hoitu. PCPder uchit Arakan rajje Muslimder nirmom hottar somoi Burma sorkar ba Arakaner Rakhainder ke shantir poth sekhanu. tokhon kuthai chila ei PCP?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন