গুইমারাতে অনুষ্ঠিত হলো মারমা সম্প্রদায়ের ধর্মীয় উৎসব কঠিন চীবরদান

cibordan utsob pic

নিজস্ব প্রতিনিধি ॥

খাগড়াছড়ির গুইমারা উপজেলার বুধংপাড়া ত্রিরত্ন বৌদ্ধ বিহারে নানা আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মারমা সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব কঠিন চীবরদান। বৌদ্ধ ভিক্ষুদের ৩ মাস বর্ষাবাসের পর এ উৎসবে মেতে উঠে মারমা সম্প্রদায়।

এ উপলক্ষ্যে সকালে শত শত পূর্ণার্থী দায়ক-দায়ীকা বৌদ্ধ ভিক্ষুদের জন্য বস্ত্র দান ও সঙ্গ দানের পাশাপাশি সুস্বাদু খাবার ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বিহারে উপস্থিত আসে। পরে ধর্মীয় রীতি অনুসারে বিহারের প্রধান ধর্মীয় গুরু ভদন্ত উ: খেমাসারা স্থবির পূণ্যার্থীদের উদ্দ্যেশে ধর্মীয় দেশনা ও পঞ্চশীল পাঠ করেন।

এসময় বিহার পরিচালনা কমিটির সভাপতি ম্রোহেলা মারমাসহ বিভিন্ন বিহারের ভিক্ষু ও শ্রমনরা উপস্থিত ছিলেন। চীবর দানোৎসবকে কেন্দ্র করে বিহারের বাইরে বসে উপজাতি মেলা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন