গুইমারা উপজেলার ৫ম বর্ষপূর্তি উদযাপন

fec-image

নানা উৎসাহ উদ্দিপনা, আনন্দ র‍্যালি, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও কেক কাটার মধ্যদিয়ে উদযাপিত হলো খাগড়াছড়ির নবম উপজেলা গুইমারার ৫ম বর্ষ পূর্তি।

দিনটি উপলক্ষে শনিবার সকালে বর্ণাঢ্য এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়েছে। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল রুবায়েত মাহমুদ হাসিব পিএসসিজি, জোন উপ-অধিনায়ক মেজর তৌহিদ সালাউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা প্রমুখ।

এছাড়া সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গুইমারা সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা, হাফছড়ি ইউপি চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী, গুইমারা থানার অফিসার ইনচার্জ বিদ্যুৎ বড়ুয়া সহ স্কুল কলেজের শিক্ষক, ছাত্রছাত্রী, সাংবাদিক এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে প্রধান অতিথি গুইমারাকে উপজেলা হিসেবে ঘোষণা দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, কাউকে পিছনে ফেলে নয়, সবাইকে সাথে নিয়েই উন্নয়নের ধারা অব্যহত রাখতে চায় সরকার।

উপজেলা ভবন নির্মাণ সহ উপজেলার সকল কার্যক্রম অতিশীঘ্রই চালু করা হবে বলেও তিনি আশ্বাস প্রদান করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন