গ্রামীণ যোগযোগ উন্নয়নে দ্রুত  এগিয়ে যাচ্ছে দ্বীপ উপজেলা মহেশখালী

capture-copy
মহেশখালী প্রতিনিধি:

গ্রামীণ যোগাযোগ উন্নয়নে এগিয়ে যাচ্ছে মহেশখালী দ্বীপ উপজেলা মহেশখালী সাধারণ মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের লক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন মহেশখালী কুতুবদিয়ার সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক।

স্বস্ব ঠিকাদারী প্রতিষ্ঠান যথা সময়ে উন্নয়ন   প্রকল্পের কাজ দ্রুত সমাপ্তি করলে অক্টোবর শনিবার মহেশখালী কুতুবদিয়ার সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক সরজমিনে গিয়ে গ্রামীন উন্নয়নের যোগাযোগ স্বপ্নের ব্রীগ গুলি উদ্বোধন করেন। সকাল ১০ টা থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে নবনির্মিত ব্রীজ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন।

সময় আরো  উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল কালাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: শফিউল আলম সাকিব, উপ সহকারী প্রকৌশলী মো: হানিফ মিয়া, ছোট মহেশখালী ইউনিয়নের চেয়ারম্যান জিহাদ বিন আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম সিকদার, সাধারণ সম্পাদক মাষ্টার এনামুল করিম, শাপলাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা: ওসমান, সাধারন সম্পাদক জসিম উদ্দিন মেম্বার, সাইদুল ইসলাম মেম্বার, উপজেলা আওয়ামী লীগ নেতা রুহুল আমিন , উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক হালিমুর রশিদ সহ শাপলাপুরের সকল ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি, সম্পাদক গন উপস্থিত ছিলেন।

বর্তমান ২০১৫১৬ অর্থ বছরের ত্রাণ দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় মহেশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামীণ যোগাযোগ উন্নয়নে ১০টি ব্রীজ নির্মাণ কাজ দ্রুত গতিতে সম্পন্ন হয়েছে।  ফলে এলাকার লোকজন শিশু কিশোর ছাত্র ছাত্রী সকলে প্রয়োজনীয় স্থানে যাতায়াত করা সজতর হবে। স্কুল কলেজ মাদ্রাসায় পৌঁছতে পাহাড়ী এলাকা দূরদূরান্তে বসবাসরতদের সুযোগ বৃদ্ধি পাবে।  একই সাথে ছোট গাড়ী রিকসা, টেক্সী, টমটম, অটোসহ বিভিন্ন প্রয়োজনীয় ব্যবহার্য সামগ্রী আনা নেওয়ার পথ উন্মোচিত হল। বিশেষ করে গ্রামের গর্ভবতী মহিলারা বৃদ্ধ বয়সের লোকজন যখন রাত্রী বেলায় অসুস্থ হয়ে পড়ে তখন গ্রামীন সড়ক যোগাযোগ ব্যবহার অনুপযোগী হওয়ায় কষ্টকর হয়ে পড়ে। যে ব্রীজ নির্মাণে এলাকা খেটে খাওয়া নারী পুরুষের জীবনমান বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে এসব এলাকার জনবসতীর মানুষ সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ছোট মহেশখালীর মুক্তিযোদ্ধা  বাচাঁ মিয়া সড়কের ৭০ বছরের বৃদ্ধা আকনজান বলেন , ‘অনেকদিন আশা ছিল  আঁরার গ্রামে ব্রীজ অইলে পা হাঁডি নাতীর বাড়ী যাইয়ুম। আজিয়ে আঁরার স্বপ্ন অবাজী হাসিনা সরকার এমপি পূরণ গইজ্জে আল্লাহর কাছে দোয়া গরি।

মহেশখালী উপজেলায়  কোটি ৬৮লাখ টাকা ব্যয়ে যে সব ১০টি ব্রীজ নির্মাণ কাজ ১৫১৬অর্থ বছরে শেষ হয়েছে সব এলাকাগুলো হল, উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের মুদিরছড়ার উপর বহুল আলোচিত মুক্তিযোদ্ধা বাচাঁ মিয়া সড়কে ৫৬,৮৯,১০৬টাকা ব্যয়ে ৬০ ফুট দৈর্ঘ্য ব্রীজ নির্মাণ ছোট মহেশখালীর দক্ষিণ নলবিলার , সিপাহীর পাড়া, পৌরসভার সাথে যোগাযোগ ব্যবস্থা সহজতর করতে খুইশ্যামার পাড়া বরুনা ঘাটের সংযোগ স্থাপনে ৩২,৫২,৬৫৩ টাকা ব্যয়ে ৪০ ফুট দৈর্ঘ্য ব্রীজ নির্মান। কুতুবজোম খোন্দকার পাড়ার সাথে পুটিবিলার লাল মোহাম্মদ সিকদারপাড়া সড়কের ভবিষ্যৎ সংযোগ স্থাপনে সরকারী খালের উপর ব্রীজ নির্মান।  হোয়ানকের কালালিয়া কাটা ছড়ার উপর ১৬,৭৫,৪৫৬টাকা ব্যয়ে ২০ফুট দৈর্ঘ্য ব্রীজ নির্মাণ। হোয়ানক পূর্ব মাঝের পাড়া বড় ছড়ার উপর ৩২,৫২,৬৫৩ টাকা ব্যয়ে ব্রীজ নির্মাণ।  শাপলাপুর ইউনিয়নের মুকবেকী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছেলে মেয়েদের স্থানীয় জনসাধারনের দীর্ঘ দিনের প্রত্যশা পূরনে ২৪ ফুট দৈর্ঘ্য ব্রীজ নির্মাণ। ধুইল্যা ছড়ি ছড়ার উপর ২৪,৬৮,৯১৫টাকা ব্যয়ে ৩০ফুট দৈর্ঘ্য ব্রীজ নির্মাণ। কালারমারছড়া ছামিরা ঘোনা রাস্তায় মোহাম্মদ শাহঘোনা ছড়ার উপর ১৬,৫০,৬০৫ টাকা ব্যয়ে ২০ফুট দৈর্ঘ্য ব্রীজ নির্মান। ইউনুছখালী নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় সড়কে ১৪,৫০,৬০৫ টাকা ব্যয়ে ১৬ফুট দৈর্ঘ্য ব্রীজ নির্মান। মাতারবাড়ী মগডেইল সাইরার ডেইল সংযোগ সড়কে  ১৪,৫০,৬০৫টাকা ব্যয়ে ১৬ ফুট দৈর্ঘ্য ব্রীজ নির্মাণ।

ব্রীজ নির্মানে সার্বিক তদারকীতে ছিলেন মহেশখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: শফিউল আলম সাকিব আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা নুরুল আলম, ছোট মহেশখালী জঙ্গি প্রতিরোধ কমিটির সভাপতি সাইফুল ইসলাম রায়হান, সম্পাদক মাষ্টার মাহাবুব আলাম, জয়নাল আাবেদীন মেম্বার, ওমর আলী , সাজ্জাত হোসেন, মনির উদ্দিন প্রমূখ

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন