চকরিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ বসতবাড়ি ভষ্মিভূত: ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

77

চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ায় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে ৩টি বসতবাড়ি ভষ্মিভূত হয়েছে। এতে ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার ভোরের দিকে চকরিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের সালাম মাস্টার পাড়ায় মৃত আলী আহমদ সওদাগরের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় পৌর কাউন্সিলর জিয়াবুল হক।

তিনি বলেন, বৃহস্পতিবার রাতের খাবার শেষে আলী আহমদ সওদাগরের ছেলে জাহাঙ্গীরের পরিবারসহ পাশাপাশি লাগোয়া অপরাপর তিন ভাইয়ের পরিবারের লোকজন ঘুমিয়ে পড়ে। মধ্যরাতে হঠাৎ রান্না ঘরে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বাড়িতে আগুন ধরে যায় এবং পাশাপাশি অন্যান্য বাড়িতেও আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন ও চকরিয়া ফায়ার সার্ভিসের লোকজনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। এরমধ্যে বাড়ির আসবাবপত্র, স্বর্ণালংকার ও নগদ টাকাসহ গুরুত্বপূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

তিনি আরো বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৩০লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের  সদস্যদের নিয়ে বর্তমানে খোলা আকাশের নীচে বসবাস করছেন।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সকাল সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন চকরিয়া পৌরসভার মেয়র মো. আলমগীর চৌধুরী, স্থানীয় কাউন্সিলর জিয়াবুল হক, কাউন্সিলর মছুদুল হক মধু, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ সায়েম, ডাক্তার খাইরুল বশর, মীর কাশেসসহ পৌরসভার কর্মকর্তাগণ। এসময় পৌর মেয়র আলমগীর চৌধুরী ক্ষতিগ্রস্ত পরিবারকে পৌর প্রশাসনরে পক্ষ থেকে সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন