চকরিয়ায় মাছের পোনা অবমুক্ত করলেন জেলা পুলিশ সুপার হাসানুজ্জামান

fec-image

কক্সবাজরের চকরিয়া থানায় বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করলেন জেলা পুলিশ সুপার (এসপি) ও সদ্য প্রদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মো. হাসানুজ্জামান পিপিএম ।

বুধবার (১৭ আগস্ট) দুপুরে চকরিয়া থানা পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। পরে তিনি থানা প্রাঙ্গণে দুটি চাপা ফুল গাছের চারাও রোপণ করেছেন।

এসময় কক্সবাজার জেলা পুলিশ সুপার (এসপি) মো. হাসানুজ্জামান পিপিএম বলেন, ‌‘এ বছর মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে একটি জায়গাও যেন খালি না থাকে। মাছ চাষে সবাইকে উৎসাহিত করতে হবে। যেখানে কৃষিকাজ সম্ভব কৃষি কাজ হবে, পতিত জমিতে শাকসবজি চাষ করতে হবে।
পাশাপাশি খালি জলাশয়ে ও পুকুরে মাছ চাষ করতে হবে। দেশের জলাশয়গুলো এক সময় মাছে পরিপূর্ণ থাকত। এখন জলাশয়গুলো শুকিয়ে যায় কিংবা সেচ দিয়ে মাছ ধরা হয়। তারপরও দেশে মৎস সম্পদে পরিপূর্ণতা লাভ করছে। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ করতে হবে।’

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) মো. তফিকুল আলম, চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুল জব্বার, থানার অপারেশন অফিসার (এসআই) রাজিব চন্দ্র সরকার, সাংবাদিকসহ থানার বিভিন্ন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন