বাইশারীতে ১১ বিজিবির জনসচেতনতামূলক সভা

‘চোরাচালান দমনে বিজিবিকে সহযোগিতা করার আহবান’

fec-image

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে বর্ডার গার্ড বাংলাদেশ ১১ ব্যাটালিয়ান, (বিজিবি) এর উদ্যোগে জনসাধারণকে নিয়ে এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার সময় বাইশারী ইউনিয়ন পরিষদ মাঠে এ সভা অনুষ্ঠিত হয় ।

১১ বিজিবির হাবিলদার খন্দকার লুৎফর রহমানের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলম কোম্পানি।

এতে বক্তব্য রাখেন ১১ বিজিবির জোন জেসিও নায়েব সুবেদার মহিব উল্লাহ। তিনি বলেন, ১১ বিজিবির অধিনায়ক ও জোন কমান্ডার লে. কর্নেল মো. সাহল আহমেদ নোবেল মহোদয়ের নির্দেশনা মোতাবেক আজকের এই জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু পাচার রোধ, অভ্যন্তরীণ সন্ত্রাস দমনসহ পার্বত্য এলাকার জনসাধারণের শান্তি, সম্প্রীতি রক্ষায় ১১ বিজিবির নাইক্ষ্যংছড়ি জোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় আজকের এই সভার আয়োজন।

তিনি বলেন, বিশেষ করে আগামী নির্বাচনকে সামনে রেখে পার্শ্ববর্তী রাষ্ট্র মিয়ানমার থেকে অবৈধ পথে অস্ত্র সরবরাহ, অবৈধ পথে চোরাকারিরা গরু, সিগারেট, সুপারি, ইয়াবাসহ নানা পণ্য আনছে । এসব অবৈধ পণ্য যাতে দেশে প্রবেশ করতে না পারে সে দিকে লক্ষ রাখতে হবে। তিনি উপস্থিত সকলকে চোরাচালান দমনে বিজিবিকে সহযোগিতা করার আহবান জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আনোয়ার, পরিষদ সচিব মো. শাহজাহান, ইউপি সদস্য আবু তাহের, আনোয়ার সাদেক, আবুল হোসেন, বেলাল উদ্দিন, উবাচিং মার্মা, মহিলা মেম্বার নুর জাহান, সাবেকুন্নাহার, জন প্রতিনিধি, হেডম্যান, কারবারি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন