চোলাইমদ পাচারকালে নাইক্ষ্যংছড়িতে নারীসহ ৩ জন আটক

fec-image

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে চোলাই মদ পাচারকালে ২নারী‘সহ ৩ জনকে আটক করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের পুরাতন বাস স্টেশন এলাকা থেকে মদসহ তাদের আটক করা হয়।

আটকৃতরা হলো- কক্সবাজার শহরের গোল দিঘিরপাড় এলাকার বাসিন্দা মৃত ক্য অং রাখাইনের মেয়ে মাছেনু রাখাইন (২৯), উইহো মং রাখাইনের মেয়ে মিথেনু রাখাইন (২০)।

এসময় গাড়ি চালক মো. হানিফ (২৮)কেও আটক করা হয়েছে। সে কক্সবাজারের পিএমখালী এলাকার মকছুদুর রহমানের ছেলে।

পুলিশ সূত্র জানায়- নাইক্ষ্যংছড়ি থেকে একটি সিএনজি গাড়ি যোগে মাদক পাচার হচ্ছে এমন সংবাদের খবর পেয়ে ওসির নির্দেশে পিএসআই সেলিম জামান ও এএসআই আক্তার এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালায়।

এসময় পুলিশ পুরাতন বাসস্টেশন এলাকায় ওই সিএনজি গাড়িটি থামানোর পর তল্লাসী চালালে তিনটি ব্যাগে ভর্তি ৬০লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এসময় পাচারকারী ২জন ও গাড়ি চালককে আটক করে পুলিশ।

এই বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন বলেন- মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। আটকৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে (মামলা নং-২, তারিখ-৬/০৭/২০২০ইং)।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আটক, নাইক্ষ্যংছড়ি, বান্দরবান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন