‘জাতীয় ৪ নেতাকে হত্যার পর ষড়যন্ত্রকারীরা আজও থেমে নেই’

fec-image

জেল হত্যা দিবস বাঙালি জাতির জন্য ইতিহাসের একটি কলঙ্কিত অধ্যায়। ১৯৭৫ সালে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ব-পরিবার হত্যার আড়াই মাস পর ৩ নভেম্বর ঘাতকেরা জেলখানায় বন্দী অবস্থায় জাতীয় ৪ জন নেতাকে নির্মমভাবে হত্যা করে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সম্মেলন কক্ষে জেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জেল হত্যা দিবস উপলেক্ষ আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

সভায় বক্তারা আরো বলেন, জাতীয় ৪ নেতাকে হত্যার পর ষড়যন্ত্রকারীরা আজও থেমে নেই। দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে ঘাতকেরা।

এসময় রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর, সহ-সভাপতি হাজী কামাল উদ্দিন, নিখিল কুমার চাকমা প্রমুখ। পরে চার নেতার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও এক মিনিট নিরবতা পালন করেন অতিথিরা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আওয়ামী লীগ, জাতির জনক, জেল হত্যা দিবস
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন