জেলে নয়-মৎস্যজীবি হিসেবে নিবন্ধন করার দাবি লক্ষ্মীছড়িতে

URnnRnMM
 
লক্ষ্মীছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় মৎস্য বিভাগের উদ্যোগে জেলেদের নিবন্ধন ও পরিচয় পত্র প্রদান প্রকল্পের কার্যক্রম শুরু করার লক্ষ্যে এক অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৯জুন সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
 
লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত ওসমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা উচিৎ ময় চাকমা। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো: সফিউল আলম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো: মাইনুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি সাংবাদিক মো: মোবারক হোসেন, নব নির্বাচিত উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: শহিদুল ইসলামসহ অন্যান্য বিশিষ্ট জনেরা বক্তব্য রাখেন। প্রকল্পটি এক মহতি উদ্যোগ বলে বক্তারা মত দেন। তবে পার্বত্য এলাকায় নদী বা খাল-বিল না থাকায় এখানের মানুষ ঝিড়ি বা ছড়ায় বাধ দিয়ে মাছ চাষ করে থাকে।
 
এ ক্ষেত্রে মৎস্য চাষী কিংবা মৎস্যজিবী পেশা হিসেবে নিবন্ধন ও পরিচয় পত্র দেয়ার দাবি তুলেন বক্তারা। বিষয়টি উর্ধ্বত্বন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে এ ব্যাপারে করনীয় সিদ্ধান্ত নেয়া হবে বলে আশ্বাস দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন