জয় দিয়েই বছর শুরু ব্রাজিলের

fec-image

আর্জেন্টিনার মতো ধুঁকতে হয়নি ব্রাজিলকে। নতুন বছরের প্রথম ম্যাচটা রীতিমত দাপট দেখিয়ে জিতেছে নেইমার-ভিনিসিয়ুসদের উত্তরসূরীরা। ম্যাচের ফলাফল যদিও ব্রাজিলের যুবাদের পক্ষে কথা বলবে না। তবে, ম্যাচের পুরোটা সময় একতরফাভাবে পার করেছে সেলেসাওরা। ২০২৪ সালের অলিম্পিকের বাছাইপর্বে বলিভিয়াকে ১-০ গোলে হারিয়েছে সেলেসাওরা।

ভেনিজুয়েলাতে ম্যাচের মাত্র ৪ মিনিটেই লিড নেয় ব্রাজিল। রিয়াল মাদ্রিদের কিনে রাখা তারকা এন্ড্রিকের গোলে এগিয়ে যায় ২০১৬ অলিম্পিকের স্বর্ণজয়ীরা। বলিভিয়ার বিপক্ষে নিজেদের চিরচেনা ছন্দময় ফুটবল খেলতে কোনো বেগই পেতে হয়নি তাদের। যদিও প্রথমার্ধে ওই গোলের পর সেই অর্থে আর সুযোগ তৈরি করতে পারেনি তারা।

তবে দ্বিতীয়ার্ধে নিজেদের জাত চিনিয়েছে ব্রাজিলের তরুণরা। একের পর এক আক্রমণ করে ব্যস্ত রেখেছিল বলিভিয়ার ডিফেন্সকে। একবার গোলবারে লেগে বল ফিরেও আসে। আর দুবার বল জালে জড়িয়েও গোল হয়নি তাদের। একটি গোল বাতিল হয় অফসাইডের কারণে। অন্য গোল বাতিল হয় হ্যান্ডবলের অভিযোগে।

তবে ব্রাজিলের আক্রমণের মুখে খুব একটা আক্রমণই করতে পারেনি বলিভিয়া। পুরো ম্যাচে ব্রাজিলের গোলরক্ষককে কোনো প্রকার পরীক্ষার মুখেই ফেলতে পারেনি তারা।

লাতিন আমেরিকার ১০টি দেশ দুটি গ্রুপে ভাগ হয়ে অলিম্পিক বাছাই খেলছে ভেনেজুয়েলায়। প্রতিটি গ্রুপের সেরা দুটি দল উঠবে বাছাইয়ের চূড়ান্ত পর্বে। সেখানে চার দলের লড়াই শেষে শীর্ষ দুটি দল জায়গা পাবে প্যারিস অলিম্পিকে। আর্জেন্টিনা অবশ্য তাদের প্রথম ম্যাচে হোঁচট খেয়েছে। প্যারাগুয়ের সঙ্গে ড্র করেছে তারা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন