টেকনাফে পাচারকারীদের ফেলে দেয়া ৩টি বস্তায় পাওয়া গেলো ৮ কোটি টাকার ইয়াবা

fec-image

কক্সবাজার টেকনাফে ২ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) ।

সোমবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকায় আইয়ুবের জোড়াখাল নামক স্থানের নাফ নদীর কিনারা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

ইয়াবা উদ্ধারের বিষয়ে ২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল ফয়সল হাসান খান মঙ্গলবার(২৮ জানুয়ারি)  বেলা সাড়ে ১১টায় ব্যাটালিয়ন সদর দপ্তরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জানান, রাতের অন্ধকারে মিয়ানমারের লালদ্বীপ এলাকা হতে ৩ জন রোহিঙ্গাকে নদী সাঁতরে কূলে উঠতে দেখলে টহলরত বিজিবি সদস্যদের সন্দেহ হয়।

এসময় তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা ৩টি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তার ভেতর হতে ৭ কোটি ৮০ লাখ টাকা মূল্যের ২ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, জব্দকৃত ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইয়াবা, বিজিবি, রোহিঙ্গা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন