টেকনাফে মাদকদ্রব্য ধ্বংসকরণ কার্যক্রমে বিজিবির মহাপরিচালক

teknaf pic (bgb) 21-05-2013 (3)

মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, টেকনাফ:
টেকনাফস্থ ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি কর্তৃক মালিকবিহীন আটককৃত মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ পিএসসি, জি । অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দক্ষিণ-পূর্ব রিজিয়নের রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল আলী মুরতজা খাঁন, এএফডব্লিউসি, পিএসসি, চট্টগ্রাম সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ নজরুল ইসলাম, ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ জাহিদ হাসান জি+ এবং বিজিবির পদস্থ উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও বেসামরিক প্রশাসনের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়াকর্মী।

উক্ত মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রম  অনুষ্টানে প্রায় ২৪ লক্ষ ৩৯ হাজার ৯শ’ ৯৫ টাকার মাদক ধ্বংস করা হয়। একই সাথে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত আদেশ নামায় মালিকবিহীন আটককৃত বিভিন্ন প্রকার মদ ও মদ্য জাতীয় পানীয় বাংলাদেশ পর্যটন করপোরেশনের কাছে জমা করার ব্যাপারে নীতিমালা জারী হওয়ায় ৫৪ লক্ষ ৬০হাজার ৩’শ টাকার মূল্যমানের প্রকার বিভিন্ন বিদেশী মদ জাতীয় পানীয় হস্তান্তর করা হয়েছে।

ধ্বংসকৃত মাদকদ্রব্যের বিবরণে জানা যায়, ৪হাজার ৯’ শ ৩৬ টি ইয়াবা ট্যাবলেট, ৫৭০ গ্রাম গাজা, ৩’শ ৪৯ লিটার বাংলা চোলাই মদ (লিটার), ৭’শ ৯ ক্যান আন্দামান গোল্ড বিয়ার ক্যান, ২’শ ২৮ বোতল ম্যান্ডেলী রাম, ১’শ৭৬ ক্যান ডায়াবল বিয়ার ক্যান, ১’শ ২৩ বোতল গোল্ডেন কান্ট্রি ড্রাইজিন, ৫ বোতল টাইগার রাম মদ, অপরদিকে  ৫৪ লক্ষ ৬০ হাজার ৩’শ টাকার মদজাতীয় পানীয় বাংলাদেশ পর্যটন করপোরেশনের নিকট হস্তান্তরের মধ্যে রয়েছে ৯হাজার ৮’শ ১১ ক্যান আন্দামান গোল্ড বিয়ার ক্যান, ১১ বোতল হাইক্লাস হুইস্কি,৩৭ বোতল হিরো হুইস্কি, ৭’শ ৬ বোতল মারডালি রামমদ, ৩ বোতল জেন্স (৩৭৫ মিঃ লিঃ), ৫’শ ক্যান ডায়াবল বিয়ার ক্যান, ৩’শ ৪০ বোতল গোল্ডেন কান্ট্রি ড্রাইজিন, ২’শ ৮৪ বোতল কান্ট্রি ড্রাইজিন, ৪ বোতল বেলী মদ, ৩৬ বোতল লন্ডন রামমদ,৩৫ বোতল গ্লান মাষ্টার মদ,২২ বোতল ড্রাগন রামমদ ।

টেকনাফস্থ ৪২ বিজিবির মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রম অনুষ্ঠানে বিজিবির মহপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ পিএসসি, জি  বলেন- সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবি মাদকদ্রব্য প্রবেশ ঠেকাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।  ভবিষ্যৎতে এই ধারা অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, বিজিবিকে সহযোগিতা করতে স্থানীয়দের এগিয়ে আসতে হবে এবং জনসচেতনতা বাড়াতে হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন