টেকনাফে ৫৮ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

teknaf news & pic (BGB) 26-8-15 (1)

টেকনাফ প্রতিনিধিঃ
টেকনাফ ৪২বর্ডার গার্ড ব্যাটালিয়ন(বিজিবি) সদর দপ্তরে বিভিন্ন বিওপির জব্দকৃত ৫৭ কোটি ৬৯ লাখ ৯৪ হাজার ৪৫০ টাকার ১৭ প্রকারের ইয়াবাসহ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

বুধবার দুপুরে বিগত ৮ মাসে জব্দকৃত মাদক ধ্বংসকরণ অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিজিবির কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্নেল এমএম আনিসুর রহমান (পিএসসি)।

বিজিবি সূত্রে জানা যায়, ১ জানুয়ারী হতে ২৬ আগস্ট পর্যন্ত ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ বিভিন্ন বিওপি ক্যাম্পসমূহ কর্তৃক জব্দকৃত ১৭ প্রকারের মাদকদ্রব্য ধ্বংস করা হয়। যার বাজার মূল্য ৫৭ কোটি ৬৯ লাখ ৯৪ হাজার ৪শ’ ৫০ টাকা।

ধবংসকৃত এসব মাদকদ্রব্যের মধ্যে রয়েছে, ১৮ লাখ ৭১ হাজার ৩৯০ পিস ইয়াবা, ২ হাজার ১৮৯ লিটার বাংলামদ, ২৩ হাজার ৫৪৮ ক্যান আন্দামান গোল্ড বিয়ার, ১ হাজার ৭৪৩ ক্যান ডায়াব্লো, ২৬১ ক্যান ড্যাং ক্লাসিক, ৩ হাজার ২২৯ বোতল ম্যান্ডেলা রাম মদ, ১ হাজার ৩৩২ বোতল কান্ট্রি ড্রাইজিন, ৩৫৫ বোতল গ্রান মাস্টার, ২ বোতল গ্রাম রয়েল, ৮ বোতল জান্স ঈগল, ১২ বোতল মিয়ানমার মদ, ১৬ বোতল ক্লাসিক মদ, ৫ বোতল রেড লেবেল, ২ বোতল গ্রান্ড রয়েল হুইস্কি, ৭৮ বোতল ক্যাপ্টেন, ৫ বোতল জান্স মদ ও ২৮০ কেজি ৫০০ গ্রাম গাঁজা।

এসময় উপস্থিত ছিলেন, ৪২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল আবুজার আল জাহিদ, উপজেলা নির্বাহী কর্মকতা শাহ মোজাহিদ উদ্দিন, ৪২ বিজিবি ব্যাটলিয়নের উপ অধিনায়ক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ ইব্রাহীম খান, পুলিশ প্রতিনিধি এএসআই কিবরিয়া ও কাইয়ুম, টেকনাফ শুল্ক গুদাম কর্মকর্তা তৌহিদুর রহমান প্রমূখ।

সেক্টর কমান্ডার অনুষ্ঠান শেষে মিডিয়াকর্মীদের সাথে আলাপকালে সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশ ও মাদকদ্রব্য চোরাচালান প্রতিরোধে মিডিয়াকর্মীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন