টেকনাফ ‘সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে’ বিজিবির আলোচনা সভা

teknaf pic  (BGB) 30-3-15 (2)

মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, টেকনাফ:

বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত দিয়ে মিয়ানমারের নাগরিকদের অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। টেকনাফস্থ ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)র আয়োজনে সোমবার (৩০ মার্চ) বেলা ১১ টার দিকে টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়ার এজাহার মিয়া কোম্পানী মাঠে বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবুজার আল-জাহিদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার জোনের সেক্টর কমান্ডার কর্নেল মো: খালেকুজ্জামান পিএসসি, বিশেষ অতিথি, টেকনাফ-উখিয়া আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী, কক্সবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ড. অনুপম শাহ ও অতিরিক্ত পুলিশ সুপার, তোফায়েল আহম্মেদ।

এছাড়াও ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের উপ-অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী, টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার জনাব শাহ্ মোজাহিদ উদ্দিন, টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতাউর রহমান খোন্দকার, টেকনাফ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ইসলাম, টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নূরুল আলম, টেকনাফ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ছৈয়দ হোসাইনসহ টেকনাফ পৌরসভার কাউন্সিলারবৃন্দ, টেকনাফ ইউনিয়নের মেম্বারগণ, মিডিয়াকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা, রোহিঙ্গা অনুপ্রবেশ রোধে প্রশাসনের পাশাপাশি জনগণকে সচেতন, জনপ্রতিনিধিদের সনদ ইস্যুসহ সীমান্তে অনুপ্রবেশ রোধে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং ৩ মাস যাবৎ পূর্বের চেয়ে অধিক হারে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করা হলে বিজিবি সদস্যগণ অত্যন্ত দক্ষতার সাথে তাদের প্রতিহত করে বলে সভায় উল্লেখ করা হয়।

উল্লেখ্য, গত বছরে ৩হাজার ২শ’, এই বছরে ৩ মাসে ১৬১৯ জন অনুপ্রবেশের চেষ্টা করলে তাদেরকে আটকের পর স্বদেশে ফেরত পাঠানো হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন